ভুবন বাদ্যকর অতীত! বাজার কাঁপাচ্ছেন ব়্যাপার চা বিক্রেতা, ভিডিও না দেখলে মিস

নিজস্ব প্রতিবেদন : বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন। তার এই পথ অনুসরণ করে অনেককেই ভাইরাল হওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই ভুবনকে আইডল করে ভাইরাল হওয়ার মরিয়া চেষ্টা চালাতে দেখা যায় মাছ বিক্রেতা কুশল বাদ্যকর থেকে অন্যান্যদের।

ভুবন বাদ্যকরের জামানায় যারা ভাইরাল হওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছেন তাদের সফল হতে দেখা না গেলেও এবার কিন্তু বাজার কাঁপাচ্ছেন এক চাওয়ালা। চা বিক্রেতা ওই যুবক এখন ভুবন বাদ্যকরের মতই বিভিন্ন জায়গায় গান গেয়ে চা বিক্রি করছেন। ওই যুবকের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ওই যুবক ভাইরাল হয়েছেন মূলত তার গান গাওয়ার স্টাইলে।

গান গাইতে গাইতে এইভাবে চা বিক্রি করা ওই যুবক হলেন উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা। তার নাম মহম্মদ শাহজাদা। ভুবন বাদ্যকরের মতই তিনি ভাইরাল হতে চান এবং সেই জন্যই এইভাবে গান গাইতে গাইতে চা বিক্রি করেন। আবার সেই গান যেমন তেমন নয়, সে যে ব়্যাপ। শাহজাদার এই ভাবে চা বিক্রি করা এলাকার বাসিন্দাদের আকৃষ্ট করছে এবং তার কাছে চা খেতে ছুটে আসছেন অনেকেই।

তবে শাহজাদা কেন চা বিক্রি করার সময় এইভাবে ব়্যাপ গাইতে শুরু করলেন? এর উত্তরে শাহজাদা কোন রকম রাখঢাক রেখেই জানিয়েছেন, ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়ার পরই তিনি গান গাইতে গাইতে চা বিক্রি করা শুরু করেছেন। তিনি আশা করছেন একদিন না একদিন ভুবন বাদ্যকরের মত তিনিও ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে উঠবেন।

ভুবন বাদ্যকর যেমন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গেয়ে বাদাম বিক্রি করতেন এবং ভাইরাল হয়েছিলেন, ঠিক সেই রকমই শাহজাদা চা বিক্রির সময় গান, ‘চা খাবে কি দাদা চা,খাবে কি আদা গোলমরিচ লবঙ্গ লিকার দিয়ে চা’। তবে চা বিক্রেতা শাহজাদা এইভাবে গান গেয়ে বাজারে কাঁপালেও সেলিব্রিটি হয়ে ওঠার সৌভাগ্য এখনো তার হয়নি।