সৌরভের দূরদর্শিতায় আপ্লুত শেন ওয়ার্ন, ‘গোলাপি বল’-এ খেলতে আমন্ত্রণ কোহলিদের

নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেছেন সৌরভ। আর তারপরেই এক চালে বাজিমাত। ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট গোলাপি করে ইতিহাসের পাতায় নাম তুললেন কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেনকে। সৌরভ গাঙ্গুলীর এমন বিচক্ষণতা দেখে আপ্লুত ভারতের তাবড় তাবড় বিশিষ্টজনেরা। শচীন, গাভাস্কার, দ্রাবিড়, কপিল দেব, লক্ষণ, কুম্বলে, হরভজন সবাই মজেছেন ‘দাদা’য়। আর সেই একই অনুভূতি পেতে দেখা গেল বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নকেও।

গোলাপি বলে টেস্ট ঘিরে কলকাতার আনাচে-কানাচে গোলাপি রঙের ছোঁয়ায় ভরে গিয়েছিল। সেই গোলাপি রঙের ছোঁয়া ভারতকে ছাড়িয়ে পৌঁছেছে বিশ্বের দরবারে। টেস্ট খেলায় যখন স্টেডিয়াম ফাঁকা ফাঁকা যায় ঠিক সেসময়ই সৌরভ গাঙ্গুলীর এমন বিচক্ষণতায় ইডেনে টিকিট মেলা ভার হয়ে পড়েছিল। এমনকি শেষ মুহূর্তে টিকিট নিয়ে কালোবাজারি করার মত অভিযোগও উঠেছিল। টেস্ট খেলাকে পুনরায় এত জনপ্রিয়তার আঙ্গিনায় ফেরাতে সৌরভ গাঙ্গুলীর এমন বিচক্ষণতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। সে শেন ওয়ার্ন হোক অথবা ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন।

পিঙ্ক টেস্ট নিয়ে শেন ওয়ার্ন ট্যুইট করে জানিয়েছেন, “অনেক অভিনন্দন সৌরভকে, পাশাপাশি ধন্যবাদ বিরাটকেও, যে তারা এক কথায় গোলাপি বলে টেস্ট খেলার সম্মতি দিয়েছেন। আশা করি কোন এক উষ্ণতা ভরা অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার এরকম সিরিজ হবে, হলে দারুণ ব্যাপার।”