হৃদরোগে প্রয়াত শেন ওয়ার্ন রেখে গেলেন যে সকল রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব ক্রিকেটে শুক্রবার পরপর নক্ষত্র পতন হয়। সকালে প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার রডনি মার্শ। অন্যদিকে সন্ধ্যা গড়াতেই প্রয়াত হন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি থাইল্যান্ডের কো সামুইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৫২ বছর বয়সে থেমে গেল এই কিংবদন্তীর ইনিংস।

শেন ওয়ার্নের ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ম্যানেজমেন্টের তরফ থেকে লেখা হয়েছে, সাড়া দিচ্ছেন না ওয়ার্ন। চিকিৎসকদের মরিয়া চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। জীবনের ইনিংস শেষ হলেও এই শেন ওয়ার্ন রেখে গেলেন বিশ্ব ক্রিকেটে অনন্য নজির। তার সেই সকল রেকর্ড একবার দেখে নেওয়া যাক।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০১টি ম্যাচ খেলে তার সংগ্রহ ১৩১৯টি উইকেট। A দলের হয়ে খেলে ৩১১টি ম্যাচে সংগ্রহ ৪৭৩টি উইকেট। ১৪৫টি টেস্ট খেলে তার সংগ্রহে রয়েছে ৭০৮টি উইকেট। এক দিবসীয় ক্রিকেটে ১৯৪টি ম্যাচ খেলে তার সংগ্রহে রয়েছে ২৯৩টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৩টি ম্যাচ খেলে সংগ্রহে রয়েছে ৭০টি উইকেট।

বিশ্বসেরা লেগ স্পিনার তকমা পাওয়ার পাশাপাশি ব্যাটিংয়ের ক্ষেত্রেও তার নজির ছিল অনন্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০১টি ম্যাচ খেলে তার সংগ্রহে ছিল ৬৯১৯ রান। A দলের হয়ে খেলে ৩১১টি ম্যাচে সংগ্রহে ছিল ১৮৭৯ রান। ১৪৫টি টেস্ট খেলে তার সংগ্রহে রয়েছে ৩১৫৪ রান। এক দিবসীয় ক্রিকেটে ১৯৪টি ম্যাচ খেলে তার সংগ্রহে রয়েছে ১০১৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৩টি ম্যাচ খেলে সংগ্রহে রয়েছে ২১০ রান।

তবে প্রয়াত এই কিংবদন্তি যেমন ক্রিকেট জগতে একের পর এক রেকর্ড তৈরি করে গিয়েছেন ঠিক তেমনি আবার তার ব্যক্তিগত জীবনে রয়েছে নানান বিতর্ক। এই সকল বিতর্কের মধ্যে অন্যতম হলো নারীসঙ্গ, মাদক যোগ, ফিক্সিং ইত্যাদি। তবে তা হলেও এই সকল বিতর্ক শেন ওয়ার্নের করিশমাকে ম্লান করতে পারেনি।