পর পর ৫ ছক্কায় KKR-এর জয়, নায়ক রিঙ্কুর সঙ্গে সেলিব্রেশন বলিউড বাদশার

নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে বিধ্বংসী পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। অন্ততপক্ষে পরপর দুটি ম্যাচে যেভাবে নাইট রাইডার্স নিজেদের পারফরম্যান্স দেখিয়েছে তাতে তারা এই বছর চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখতেই পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল পরপর এই দুটি ম্যাচেই নায়ক সেই রিঙ্কু সিং (Rinku Singh)। বিশেষ করে রবিবারের ম্যাচের কথা না বললে তো নয়ই।

ইডেনে রবিবার প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স (gujarat titans) নির্ধারিত ২০ ওভারে ২০৪ রান সংগ্রহ করে। বিশাল এই রান তারা করতে নেমে রীতিমতো হিমশিম খেতে হয় কেকেআরকে। ম্যাচের শেষ ওভারে হাতে মাত্র ৩ উইকেট আর জয়ের জন্য চায় ২৮ রান। এমন একটি কঠিন ম্যাচে জয় আসে কেবলমাত্র রিংকুর হাত ধরে।

শেষ ওভারে পরপর পাঁচটি ছক্কা হাঁকান রিংকু সিং। আর এই পরপর পাঁচটা ছক্কার দৌলতেই কলকাতা নাইট রাইডার্সের স্কোর পৌঁছে যায় ২০৭ রানে। তিন উইকেটে জয় হাসিল করে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের পরই ম্যাচের হিরো রিঙ্কু সিংকে নিয়ে সেলিব্রেশন শুরু হয়ে যায়। সেলিব্রেশনের ড্রেসিংরুমে খোদ হাজির হতে দেখা যায় টিমের অন্যতম মালিক তথা বলিউড বাদশা শাহরুখকে (Shahrukh khan)।

কলকাতা নাইট রাইডার্সের এদিনের ম্যাচে রিংকু সিং মাত্র ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ভেঙ্কটেশ লায়ার করেন ৪০ বলে ৮৩ রান এবং নিতীশ রানা ২৯ বলে ৪৫। কলকাতা নাইট রাইডার্সের রবিবারের খেলায় প্রায় প্রত্যেককেই নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে দেখা যায়। অন্যদিকে টিমকে জয় এনে দেওয়ার পাশাপাশি রিংকু সিংয়ের রেকর্ডও তৈরি হয়।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন এমন তিনজন খেলোয়াড় ছিলেন। যারা হলেন ক্রিস গেইল, রাহুল তেওটিয়া এবং রবীন্দ্র জাদেজা। আর এই তালিকায় এবার নাম উঠলো রিংকু সিংয়ের। তবে রিংকু সিং প্রথম কোন খেলোয়াড় যিনি আইপিএলে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে টিমকে জয় এনে দিলেন।