জল্পনার অবসান ঘটিয়ে ফেসবুকে নয়া বার্তা শতাব্দি রায়ের

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনে যখন হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন ঠিক সেই সময় বৃহস্পতিবার হঠাৎ করে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে জল্পনার সৃষ্টি করেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দি রায়। এরপর শুক্রবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ম্যারাথন বৈঠকের পর সেই জল্পনার অবসান ঘটিয়ে শতাব্দি রায় জানান, তিনি তৃণমূলেরই থাকছেন।

তৃণমূলে থাকার কথা জানানোর পর শনিবার পুনরায় শতাব্দি রায় তার ফেসবুক ফ্যান পেজে একটি নতুন পোস্ট করে নয়া বার্তা দিলেন। আর এই বার্তায় তিনি জানিয়েছেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বস্তরের কর্মীরা যেন এক জোট হয়ে তৃণমূলের হয়ে লড়াই করেন। যারা তৃণমূল নেতা-কর্মী, আমার মতই তাদের কিছু ক্ষোভ বক্তব্য থাকতেই পারে। তবে সেগুলি দলের মধ্যেই মেটাবো।”

পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, “আমি চাই এলাকার মানুষদের পাশে থাকতে। কিছু সমস্যা হচ্ছে। কিছু যন্ত্রণা অনুভব করছিলাম। চেষ্টা করছি সব বাধাকে টপকে এলাকায় সব সময় থাকার। এই সকল সমস্যার কথা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। আলোচনা বেশ ইতিবাচক। যে কারণে সেই সকল সমস্যার সমাধান হবে বলে আশা রাখছি।”

তবে শতাব্দি রায়ের তরফ থেকে এই বার্তা দেওয়া হলেও রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন, যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি হবে? যদিও এবিষয়ে শতাব্দী রায়ের নতুন ফেসবুক পোস্ট থেকে অনেকেই মনে করছেন, বঙ্গ রাজনীতির সন্ধিক্ষণে আপাতত তিনি নিজের দলের মঞ্চ থেকেই কর্তব্য পালন করবেন।