আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা কত টাকার মালিক

নিজস্ব প্রতিবেদন : রাজনীতির আঙিনায় যে সকল রাজনীতিকদের দলের নাম দেশে প্রথম সারিতে রয়েছে তার মধ্যে একজন হলেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহার পুরো নাম শত্রুঘ্ন প্রসাদ সিনহা। বাবা হলেন ভুনেশ্বর প্রসাদ সিনহা। একজন রাজনীতিক ছাড়াও বলিউডের অন্যতম অভিনেতা হিসাবেই পরিচিত এই শত্রুঘ্ন সিনহা।

শত্রুঘ্ন সিনহা একাধিকবার দলবদলের পর সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ২০২২ সালের উপনির্বাচনে তাকে তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে জমা দিয়েছেন হলফনামা। সেই হলফনামা থেকে জানা যাচ্ছে তিনি কত টাকার সম্পত্তির মালিক।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শত্রুঘ্ন সিনহার হাতে নগদ ছিল ৩ লক্ষ ৬৯ হাজার ১৬ টাকা। তার স্ত্রীর হাতে নগদ ছিল ২ লক্ষ ৮৮ হাজার ৪০৫ টাকা। ব্যাঙ্ক, গাড়ি, গয়না সহ বিভিন্ন খাতে মোট আমানতের পরিমাণ ১২ কোটি ৬ লক্ষ ৬৬ হাজার ৯০২ টাকা। একই খাতে তার স্ত্রীর মোট আমানতের পরিমাণ ১৭ কোটি ৫ লক্ষ ১৯ হাজার ৬২৫ টাকা।

জমিজমা এবং বাসযোগ্য বাড়ি সবকিছু মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট সম্পত্তির পরিমাণ ১০২ কোটি ১৮ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা। একইভাবে থাকা তার স্ত্রীর নিজস্ব সম্পত্তি রয়েছে ১ কোটি ৪৪ লক্ষ টাকা। অন্যদিকে শত্রুঘ্ন সিনহার নামে থাকা মোট লোনের পরিমাণ ১৪ কোটি ৪১ লক্ষ ৩৩ হাজার ৬ টাকা। একইভাবে তার স্ত্রীর নামে রয়েছে ১৪ কোটি ৭১ লক্ষ ৬৮ হাজার ১৮০ টাকার লোন।

শত্রুঘ্ন সিনহা তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করেছেন তাহলো পাটনা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস এবং পুনে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক।