বাড়িতে এলেন অচেনা ব্যক্তি, ভাত খেলেন, ঠিক তারপরেই চলল গুলি

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ফের একবার ঘটল শুট আউটের ঘটনা। এবার এমন শুট আউটের ঘটনাটি ঘটল বীরভূমে। সোমবার রাতে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকায় এমন শুট আউটের ঘটনায় মৃত্যু হল একজনের এবং আহত আরও একজন।

সোমবার রাতে এই শুট আউটের ঘটনাটি ঘটেছে হাবরা পাহাড়ি গ্রামে। যেখানে অচেনা এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে এবং সেই গুলি ধনু শেখের বুকে লাগে। অন্যদিকে এই ঘটনাতেই ধানা হাঁসদা নামে আরও একজনের পিঠে গুলি লাগে। ঘটনার পর তড়িঘড়ি তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের তা না হলে ধনু শেখকে মৃত বলে ঘোষণা করা হয় অন্যদিকে আহত ধানা হাঁসদার চিকিৎসা চলছে। সুত্র মারফত জানা যাচ্ছে, মৃত ধনু শেখ স্থানীয় কোন খাদানে কর্মরত ছিলেন। তবে কেন এমন শুট আউটের ঘটনা ঘটল তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তবে ওই দুজনকে উদ্ধার করে যারা হাসপাতালে চিকিৎসার জন্য আনেন তাদের মধ্যে রঞ্জিত হেমরম নামে এক ব্যক্তি দাবি করেন, যিনি গুলি করেছেন তিনি তাদের কাছে অপরিচিত। এরপর এই প্রশ্ন উঠছে ওই ব্যক্তি কোথায় থেকে এলেন এবং কি উদ্দেশ্য নিয়ে এইভাবে গুলি করে খুন করার ঘটনা ঘটালেন। যদিও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

রঞ্জিত হেমরম দাবি করেছেন, তাকে ধনু শেখ জানিয়েছিলেন, অচেনা ওই লোকটি ধনু শেখের বাড়িতে আসেন এবং ভাত খেতে চান। তাকে ভাত খাওয়ানোর হলে তিনি আবার ধনু শেখের বাড়িতে থাকতে চান। তবে পরিচিত না হওয়াই তাকে থাকতে দিতে রাজি হননি মৃত ধনু শেখ। এমন সময় অচেনা ঐ ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ঠেলে কিছুটা নিয়ে যান ধনু শেখ এবং ধানা হাঁসদা। তারপরেই হঠাৎ করে গুলি চালানোর ঘটনা ঘটে।