মাঠে চাষ করছেন শিলাজিৎ, মাটির ছেলের ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের ভূমিপুত্র গায়ক শিলাজিৎ-এর গায়ক ছাড়াও অভিনয় জগতেও যথেষ্ট নামডাক রয়েছে। টলিউড একাধিক সিনেমায় অভিনয় করার পাশাপাশি সম্প্রতি তার বলিউড সিনেমাতেও আগমন হতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এহেন সেলিব্রিটি মানুষটি মাঠে নেমে চাষ করে ফের একবার মাটির ছেলের পরিচয় দিলেন। সম্প্রতি তার এই কান্ড কারখানায় আপ্লুত হয়েছেন অনুরাগীরা।

গায়ক তথ্য অভিনেতা শিলাজিৎ তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি ট্রাক্টরের পিছনে দড়ি ধরে মাঠে চাষি ভাইদের জায়গা নিয়েছেন। বেশ আনন্দের সঙ্গেই চাষ করে চলেছেন। আর সেই চাষ করার আনন্দ তিনি সোশ্যাল নাগরিকদের সঙ্গে শেয়ারও করেছেন।

শিলাজিৎ বিখ্যাত গায়ক ও অভিনেতা হলেও তিনি ছোট থেকেই খুব কাছে থেকে চাষবাসের কাজ দেখেছেন। ছোটবেলায় তিনি চাষি ভাইদের চাষ করতে দেখেছেন গরুর বলদ দিয়ে। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তার জায়গা নিয়েছে ট্রাক্টর। তবে এখনো সেই একই পদ্ধতি রয়েছে।

চাষের সেই পদ্ধতির স্মৃতি রোমন্থন করে শিলাজিৎ জানিয়েছেন, ‘ছোটবেলায় হারু কাকা, সোম মাঝি গরুর পেছনে মই বেঁধে জমি সমান করত। আমি বায়না ধরতাম আমিও চাষ দেব। বাধ্য হয়ে মাঝে মধ্যে কোলে তুলে নিয়ে আমার বায়না মেটাত ওরা।’ তবে বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে গরুর বলদের জায়গায় ট্রাক্টর এসে যাওয়ার পর সেই ট্রাক্টরের পিছনে মই বেঁধে চলছে চাষ। এই বদল এবং নিজের বড় হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, ‘বড় হয়ে গিয়েছি। হারু কাকারা নেই। ট্রাক্টর এখন জায়গা নিয়েছে গরুর। আর আমি বড় হলেও বাচ্চাই আছি।’

শিলাজিতের এমন মুহূর্তের ছবি তার অনুরাগীরা এর আগে দেখেছেন কিনা তা অবশ্য জানা নেই। তবে নতুন ধরনের কার্যকলাপ দেখে তারা বেশ আপ্লুত। তারা এই ভিডিও দেখার পর মন্তব্য করেছেন, ‘জয় গুরু… লহ প্রণাম, মাটিকেও প্রণাম… তোমাকে ভালবাসি’। পাশাপাশি তাঁর বহু অনুরাগী তাকে ‘মাটির মানুষ’ বলেও সম্বোধন করেছেন।