তৃণমূল বিধায়কের মাথায় উঠলো ১ কেজি ওজনের রুপোর মুকুট

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে রুপোর মুকুট সহ আরও নানান ধরনের আকর্ষণীয় উপহার দিতে লক্ষ্য করা যায় তৃণমূল নেতা-কর্মীদের তরফ থেকে। তবে এবার শুধু অনুব্রত মণ্ডল নন, অনুব্রত মণ্ডলের মতই তৃণমূলের এক বিধায়কের মাথায় উঠল এক কেজি ওজনের রুপোর মুকুট। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, মাথাচাড়া দিচ্ছে বিরোধীদের তোপ।

সম্প্রতি এমন মূল্যবান উপহার তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে দেওয়া হয়েছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। মূল্যবান এই উপহার ঘিরে বিতর্ক শুরু হলেও এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা দাবি করেছেন, তারা চাঁদা তুলে এই উপহার বিধায়কের মাথায় তুলে দিয়েছেন।

পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়ার জন্য শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমারডিহি পঞ্চায়েতের জোয়ালভাঙ্গা গ্রামে। সেই অনুষ্ঠানে সংবর্ধিত করার সময় বিধায়কের মাথায় সুসজ্জিত প্রায় এক কেজি ওজনের এই রুপোর মুকুট পরিয়ে দেওয়া হয়।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক জিতেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “তৃণমূলের টাকার অভাব নেই। তাদের বেআইনিভাবে আয়ের সীমাও নেই। সেই টাকাতেই বিধায়ককে এমন মূল্যবান রুপোর মুকুট পরিয়ে দেওয়া হয়েছে।”

তবে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেছেন, “এই ঘটনায় বিতর্কের কি আছে? গ্রামের লোকেরা এবং তৃণমূল কর্মী সমর্থকরা চাঁদা করে এমন উপহার আমাকে দিয়েছেন। তাই তাদের উপহার আমি গ্রহণ করেছি। উপহার দেওয়া মুকুটটি স্থানীয় কালীমন্দিরে অর্পণ করা হবে।”

প্রসঙ্গত, তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে তৃণমূল নেতাদের এমন নানান মূল্যবান জিনিস উপহার দেওয়া এই প্রথম নয়। এর আগেও একাধিক নেতাদের এমন মূল্যবান জিনিসপত্র উপহার দিতে লক্ষ্য করা গিয়েছে। আর এই উপহারের তালিকায় সবার ওপরে যার নাম রয়েছে তিনি হলেন অনুব্রত মণ্ডল।