নিজস্ব প্রতিবেদন : অনীকের (Aneek Dhar) নতুন একটি গান আসছে তা আগে থেকেই টের পেয়েছিলেন শ্রোতারা। এই গানের অন্যতম আকর্ষণ হলো শোভন বৈশাখী। শোভন বৈশাখীকে (Sovan Baisakhi) নিয়ে এই গান নিয়ে আগেই শ্রোতাদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। সেই সকল পরিপ্রেক্ষিতে এই গান রিলিজ করার ক্ষেত্রে কোনো রকম বিলম্বিত করতে দেখা গেল না অনীককে।
রবিবারই সেই গান রিলিজ করে ফেললেন অনীক। ইতিমধ্যেই নতুন এই গান রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হবেই না বা কেন? এ গানের মূল কথায় যে ‘শোভন বৈশাখীর টুরু লাভ’ নিয়ে। মনে করা হচ্ছে কালীপুজোর (Kali puja 2021) আগে এই গান রিলিজ হওয়া পুজো মণ্ডপে মণ্ডপে ঝড় তুলবে এই গান।
মাসকয়েক ধরেই চর্চায় শোভন-বৈশাখী থাকলেও গত দুর্গা পুজোর সময় থেকে তারা আরও বেশি চর্চায় এসেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে ফটোশুট করে তারা মূলত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান। কখনো আবাসনের বারান্দায় মম চিত্তে গান ‘তাতা থৈথৈ’ নেচে বৈশাখী ঝড় তুলেছেন, আবার কখনো শোভন বাবু পিয়ানোর সামনে বসে ‘টুংটাং’ করেছেন।
এখানেই শেষ নয়, এর পাশাপাশি তাদের ‘টুরু লাভ’ দেখা গিয়েছে ভিক্টোরিয়া ময়দান এবং কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়িতে চড়ে ও ফুচকার দোকানের সামনে। সেখানে তাদের আবার হিন্দি গানের তালে রোমান্টিক মুডেও দেখা গিয়েছে। তবে শেষমেশ বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার সময় শোভন বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে আলাদা মাত্রা এনে দেন।
আর এই সকল চর্চার মাঝেই আগুনে ঘি ঢাললেন অনীক। তিনি মূলত আগুনে ঘি ঢেলেছেন তার নতুন এই গান ‘শোভন বৈশাখী’ রিলিজ করে। তিনি যে নতুন একটা চমক আনতে চলেছেন তা আগেই টের পাওয়া গিয়েছিল। সেই টের পাওয়া মতই দিন দুয়েক আগেই বিষয়টি খোলাসা করেন।