ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া নিয়ে কুমার শানু বললেন ‘হুজুগ’

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানের দৌলতে ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রেটি হন। পেশায় একজন বাদাম বিক্রেতা এইভাবে রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠার পর যেমন তার ভাগ্য বদলে গিয়েছে ঠিক তেমনি এনিয়ে তর্কের শেষ নেই। এবার এই ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া নিয়েই মুখ খুললেন শিল্পী কুমার শানু।

ভাইরাল হওয়ার পর ভুবন বাদ্যকর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গান করার জন্য ডাক পাচ্ছেন। গান করার জন্য বিভিন্ন জায়গায় ডাক পাওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন স্টুডিও থেকে গান রেকর্ডিং করার সুযোগ পাচ্ছেন। এসবের কারণে আজ ভুবন বাদ্যকরকে আর আগের মত কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে না।

ভাঙা বাড়ি ছেড়ে এখন এই ভুবন বাদ্যকর রয়েছেন রাজপ্রসাদ সমান একটি বাড়িতে। এছাড়াও পোশাক-আশাক সবকিছুই তার পরিবর্তন হয়েছে। নিজে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, যারও সাবস্ক্রাইবার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আর এই ভাইরাল শিল্পী প্রসঙ্গে জনপ্রিয় শিল্পী কুমার শানু বললেন সবই হুজুগ।

সম্প্রতি কুমার শানু ভুবন বাদ্যকরকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “ভুবন বাদ্যকর যেগুলি করেন সেগুলি গান নয়। মানুষ কিছু হুজুগে, হঠাৎ করে কিছু একটা পেলে সেটাই কিছুদিন চলে, ভাইরাল হয় ভুবনবাবুর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এসব বেশি দিনের নয় সাময়িক, কিছুদিন পর সব ধীরে ধীরে উধাও হয়ে যাবে। তখন আসল গানগুলিই থেকে যাবে।”

এর পাশাপাশি তিনি জানান, “বাদাম ছাড়াও সাইকেল এসব নিয়ে অনেক কিছুই হয়। এগুলি ভাইরাল হবে তারপর মরে যাবে। ভাইরাল হলে ওষুধ না পেলে মরবে। আর এই ওষুধ হল আসল গান। ওষুধ হলো সত্যিকারের গান।” তবে এই মন্তব্য করার পাশাপাশি কুমার শানু এটাও জানিয়েছেন, ” এসবের জন্য যদি কোন একটি গরিব মানুষের উপকার হয় সেটা সবথেকে বড় ব্যাপার।”