করোনাকে কুপকাত, নিজেদের বিজয়ী ঘোষণা করলো ইতালির পাশের দেশ স্লোভেনিয়া

নিজস্ব প্রতিবেদন : দেশটি ইউরোপের একটি দেশ। পার্বত্য সে দেশটির নাম স্লোভেনিয়া‌‌। ২০ লক্ষ মানুষের বাস সেই দেশে। ২ মাস আগেই সেই দেশ করোনার কবলে পড়েছিলো। এখন সে দেশের সরকার নিজেদের দেশকে করোনা মুক্ত বলে ঘোষণা করল।তারা জানালো তারা এই অতিমহামারীকে জয় করতে পেরেছে।

সেই দেশের একপাশে আছে ইতালি। তাই করোনার সংক্রমণের ভয় সে দেশের সবথেকে বেশি ছিলো। সংক্রমিত হয়েও ছিল সেই দেশের মানুষ। সংক্রমিতের সংখ্যা ছিলো ১৫০০ জন। মৃতের সংখ্যা সে দেশে ১০৩। এখনো যে সংক্রমণের সম্ভাবনা নেই তা নয়। কিন্তু আসতে আসতে সংক্রমণকে নিয়ন্ত্রিত করে ফেলেছে সে দেশের সরকার। যদিও এখনও তারা সাবধানতা অবলম্বন করছে। বাইরে থেকে কেউ এলে তাকে কোয়ারেন্টাইনেই রাখা হচ্ছে। একসাথে বেশি মানুষকে গ্যাদারিং করতে দেওয়া হচ্ছে না। মুখে মাস্ক বাধ্যতামূলক। মেনে চলতে হবে সামাজিক দূরত্বও। তবু করোনা সংক্রমণকে তারা নিয়ন্ত্রিত করে ফেলেছেন বলেই সে দেশের সরকার ঘোষণা করলেন, তাদের দেশ করোনা অতি মহামারী থেকে মুক্ত হয়েছে। শুক্রবার দেশের সীমান্তও খুলে দিল তারা। এই সপ্তাহের শুরুতেই সে দেশের সরকার ঘোষণা করে যে ২৩ মে থেকে তারা বিভিন্ন শপিংমল, হোটেল ইত্যাদি খুলে দেবে।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা ঘোষণা করে বলেন, “ইউরোপের মধ্যে স্লোভেনিয়াতেই এই মুহুর্তে করোনা পরিস্থিতি সবথেকে ভালো। তাই আমরা ঘোষণা করতেই পারি যে আমাদের দেশে আর অতিমহামারী নেই।”

স্লোভেনিয়া নিজেকে মহামারী মুক্ত ঘোষণা করলেও ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ মাতেজা লোগার মতে, স্লোভেনিয়া হয়তো করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। কিন্তু এখনো অবধি এই অতিমহামারী করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে সেই দেশে।

বৃহস্পতিবার এই বিশেষজ্ঞ বলেছেন, “এখনও পর্যন্ত ইউরোপের কোনো দেশই তারা অতিমহামারীকে জয় করতে পারার দাবি করেনি। সুতরাং স্লোভেনিয়া সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।”