ইটের দেওয়ালে উঠছে সাপ, হুবহু স্নেক গেম, ভিডিও না দেখলে মিস

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন ধরনের সাপ রয়েছে এই প্রকৃতিতে। এই সকল সাপের মধ্যে বেশ কিছু সাপ রয়েছে যারা দেওয়াল বেয়ে অনায়াসেই উঠতে পারে উঁচু জায়গায়। আবার অনেক সাপ রয়েছে যারা উঠতে পারে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই একটি সাপের ভিডিও ভাইরাল হয়েছে যা সাপের ইট বেয়ে দেওয়ালে ওঠার।

বর্তমানে স্মার্ট ফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বৃদ্ধি পাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও আপলোড হয় এবং সেগুলি ভাইরাল হয়। ঠিক সেই রকমই সাপের এই ভিডিওটি ভাইরাল হয়েছে। মাত্র ৪০ সেকেন্ডের এই ভিডিওটি এখন তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া। এই ভিডিওটি না দেখলে অনেক কিছুই মিস করতে হবে আপনাকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি মনে করিয়ে দিচ্ছে পুরাতন নোকিয়া ফোনের স্নেক গেম। যে গেমটি খেলেই অধিকাংশ সময় কাটিয়েছেন সেই সময়ের নোকিয়া ফিচার ফোন ব্যবহারকারীরা। মজাদার সেই গেমের মতোই এই ভিডিওটিতে সাপটিকে দেওয়াল বেয়ে উঠতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা কালচে ডোরাকোটা সাপ খুব মসৃণ ভাবে একটি ইটের দেওয়ালে উঠছে। ঠিক যেমন নোকিয়ার পুরাতন ফোনে যে স্নেক গেম থাকে সেখানে যেভাবে সাপটি এগিয়ে চলে ঠিক সেই ভাবেই এখানেও এই সাপটিকে দেওয়ালে উঠতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ভিডিওটি আলাদাভাবে নজর কেড়েছে দর্শকদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই সাপটির নাম জানা যাচ্ছে Lampropeltis pyromelana। সিমেন্ট বিহীন ইটের দেওয়ালে যে খাঁজ থাকে সেই খাঁজকে অবলম্বন করেই সাপটি এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে চলেছে। নিজের শরীরকে যেভাবে একিয়ে বেঁকিয়ে সাপটি এগিয়ে চলেছে তাতে স্পষ্ট সে তার গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হবে না।