সাবধান, যাত্রী সেজে ধর্মতলায় বেড়েছে চোরের উপদ্রব, খোয়া যেতে পারে সর্বস্ব

নিজস্ব প্রতিবেদন : কাজের সূত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাসিন্দাদের যেতে হয় কলকাতায়। বর্তমানে ট্রেনের সংখ্যা কম থাকায় এই সকল যাত্রীরা অধিকাংশই বাসের উপর নির্ভরশীল। তবে বাসে করে কলকাতা যাতায়াত করার সময় সতর্ক থাকুন ধর্মতলায়। কারণ যাত্রী সেজে বেড়েছে চোরের উপদ্রব।

সম্প্রতি এমনই একাধিক ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সেই সূত্র থেকে জানা যাচ্ছে ধর্মতলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এক কর্মী বাসের টিকিট বিক্রি করার সময় জল খাওয়ার জন্য মাথা ঘোরাতেই তার মোবাইল চুরি হয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়ে। যদিও এখনও পর্যন্ত ওই কর্মীর মোবাইল উদ্ধার হয়নি।

অন্যদিকে একই ভাবে আসানসোলগামী একটি বাসের সিটে ব্যাগ রেখে এক যাত্রী জল কেনার জন্য বাস থেকে নামেন। ফিরে এসে দেখেন তার ব্যাগটি উধাও হয়ে গিয়েছে। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়লে দেখা যায়, এক যুবক যাত্রী সেজে ওই যাত্রীর ব্যাগ নিয়ে উধাও হয়েছেন।

এই দুই ঘটনা কেবলমাত্র উদাহরণ। জানা যাচ্ছে ধর্মতলা এলাকায় যাত্রী সেজে এমন অজস্র চোর ছিনতাইবাজ ঘুরে বেড়াচ্ছেন। আর তারা সুযোগ পেলেই যাত্রীদের জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছেন। চুরি অথবা ছিনতাইয়ের এই ঘটনায় কেবলমাত্র যাত্রীরা নন, পাশাপাশি কবলে পড়ছেন বাসের কর্মীরা। একটু অসতর্ক হলেই যাত্রী অথবা কর্মীদের ল্যাপটপ, মোবাইল, জামাকাপড় সমেত ব্যাগ নিয়ে উধাও হয়ে যাচ্ছেন ঐসকল চোর ও ছিনতাইবাজরা।

এমন একাধিক চুরির ঘটনায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাছে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। আর চুরির সেই তালিকায় কি আর নেই! এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ধর্মতলা। কারণ বিভিন্ন কাজে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষদের কলকাতা আসার জন্য এই ধর্মতলাকেই বেছে নিতে হয়।