অভিভাবকদের সম্মতি ছাড়া নাবালকদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, কড়া আইন আসছে এই প্রদেশে

আজ কাল বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকদের (Guardians) সম্মতি ছাড়া অ্যাকাউন্ট (Social media account) খোলে নাবালক-নাবালিকারা (Minors)। সেই প্রবণতায় রাশ টানতে এ বার উদ্যোগী হল আমেরিকার একটি প্রদেশ। অভিভাবকদের সম্মতি ছাড়া যাতে নাবালকরা অ্যাকাউন্ট (minors in Social media) খুলতে না পারেন সে জন্য নতুন আইন এনেছে আমেরিকার এই প্রদেশ।

সোশ্যাল মিডিয়ার বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। বাবা মায়েরা প্রয়োজনে অপ্রয়োজনে সন্তানের হাতে তুলে দিচ্ছেন স্মার্ট ফোন। আর তারপর প্রাপ্ত বয়স্কদের মতোই কিশোর কিশোরীরাও সোশ্যাল মিডিয়ায় খুলছে নিজেদের অ্যাকাউন্ট (Social media account)। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম বসয় সীমা থাকলেও তা যাচাই করা হয় না অধিকাংশ ক্ষেত্রেই। এর জেরে অনেকেই অ্যাকাউন্ট খুলে নেয় এখানে।

আর এই জন্যই নতুন আইন এনেছে আমেরিকার একটি প্ৰদেশ তবে আইন পাশ হলেও এখনই ওই আইন লাগু হবে না। ২০২৪ সালের মার্চ মাস থেকে লাগু হবে ওই আইন। এই আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সিদের ইনস্টাগ্রাম, টিকটকের মতো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট (Social media account) খুলতে গেলে অভিভাবকের (Guardians) সম্মতি লাগবে।

আইনের প্রসঙ্গে আমেরিকার ওই প্রদেশের প্রশাসনের তরফে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি আর আমাদের তরুণদের মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে পারবে না। অভিভাবকের (Guardians) অজান্তে বাচ্চারা সোশ্যাল মিডিয়ার ফাঁদে যেতে পারবে না।

এই আইন পাশের পর সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিতেও বার্তা দেওয়া হয়েছে। অভিভাবকের সম্মতি ছাড়া ১৮ বছরের কমবয়সিরা যাতে কোনও ভাবেই অ্যাকাউন্ট খুলতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপ নিশ্চিত করতে সফ্টওয়্যারে বদল আনার প্রস্তাবও দেওয়া হয়েছে সংস্থাগুলিতে।