নিজস্ব প্রতিবেদন : সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক হানাহানি, ঝামেলা ঝঞ্ঝাট, প্রচারে একে অপরকে আক্রমণ, বাংলাতে স্বাধীনতার পর ৩২৪ ধারার প্রয়োগ, এসব ছাড়াও এক্কেবারে আলাদা এক মুহূর্ত তৈরি করেছে। নির্বাচনে ভোটপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করে থাকেন বহু তারকারাই, কিন্তু ভোটের কাজ করতে এসে রাতারাতি তারকা হয়ে ওঠার মতো ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। হ্যাঁ এমনটাই ঘটেছে দুই মহিলা ভোট কর্মীর ক্ষেত্রে।
ভোটের ডিউটি করতে এসে রাতারাতি প্রচারের আলোই দুই মহিলা। এই দুই মহিলার ছবি রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একজনের পরনে হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ, হাতে ইভিএম আর অন্যজন নীল ড্রেস, ফ্যাশনেবল চশমা, সাথে পোলিং ইউনিট। হলুদ শাড়ি পরা ওই ভোট কর্মীর নাম রিনা দ্বিবেদী, তিনি লখনউয়ের বাসিন্দা। অন্যদিকে নীল ড্রেসের ওই ভোটকর্মী হলেন যোগেশ্বরী গোহিতে, ভোপালের বাসিন্দা।
রিনা দ্বিবেদী উত্তরপ্রদেশে পি.ডব্লিউ.ডি.তে কর্মরত। এর আগেও তিনি দুইবার ভোটের ডিউটি করেছেন। তবে এবার স্মার্টফোনে তোলা একটি ছবিতে রাতারাতি ফেমাস তিনি। পঞ্চম দফার নির্বাচনের পরে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এবারের নির্বাচন নিয়ে তার ভোটের ডিউটি পড়েছিল লখনৌতে, তবে তাকে নিয়ে সবচেয়ে বেশি কৌতুহল হিমাচল প্রদেশে। গুগল সার্চে ইতিমধ্যে রিনার ছবি ট্রেন্ডিং YELLOWSAREEPOLLINGOFFICER নামে। শুধু পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবনেও তিনি বেশ ফ্যাশনেবল। তারকা রূপে নিজের ছবি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বেশ খুশি তিনি। এই পোলিং অফিসারের ফ্যাশনে মুগ্ধ নেটিজেনরা।
একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যোগেশ্বরী গোহিতের ছবিও।
তিনি একজন কানারা ব্যাঙ্কের কর্মী। এবারের লোকসভা নির্বাচনে তার ডিউটি পড়েছিল ভোপালের গোবিন্দপুরের আইআইটিতে।
BLUEDRESSPOLLINGOFFICER নামে গুগল সার্চে ট্রেন্ডিং তার ছবি। সপ্তদশ লোকসভা নির্বাচন চলাকালীন শুধু তার ডিউটির ছবি ভাইরাল হয়েছে তাই নয়, সাথে সাথে তার ব্যক্তিগত জীবনেরও দুটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারকা রূপে নিজের ছবি ভাইরালের খবর জানতে পেরেই বেজায় খুশি তিনিও।