জ্বর সর্দি কাশি গলা ব্যাথা ছাড়াও করোনা সংক্রমণের ৫টি নতুন লক্ষণ

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনা সংক্রামিতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভারতেও সংখ্যাটা বাড়ছে দিনের পর দিন। এতদিন মানুষ জানতেন জ্বর, সর্দি কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট এইগুলি করোনা সংক্রমণের উপসর্গ। এবার আরও কিছু উপসর্গের কথা জানতে পারলেন বিশেষজ্ঞরা। এই লক্ষণ দেখতে পেলেই এড়িয়ে না গিয়ে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন ডাক্তারের সাথে।

১. স্বাদ ও ঘ্রাণ শক্তি লোপ পাওয়া: বর্তমানে একাধিক রোগী এই উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর তাদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়তে শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো বটেই মূলত মার্কিন যুক্তরাষ্টতে এইরকম উপসর্গ নিয়ে অনেক করোনার রোগী ভর্তি হয়েছেন। সুতরাং এটিকে এখন করোনা সংক্রমণের নতুন উপসর্গ বলেই গণ্য করছেন বিশেষজ্ঞরা।

২. হজমের শক্তি হ্রাস পাওয়া: হজমের ক্ষমতা কমে যাওয়ার ফলে ডায়রিয়া এটিও করোনার নতুন উপসর্গ। করোনা সংক্রামিত অনেকের শরীরেই এই উপসর্গই পাওয়া যাচ্ছে। চীনে এরকম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অনেক রোগীদের শরীরেই মিলেছিল করোনা ভাইরাস। তাই এইরকম উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে একবার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিৎ।

৩. চোখের রং পরিবর্তন: অনেকেরই করোনা সংক্রমণের পর দেখা গেছে চোখের রংয়ের পরিবর্তন ঘটেছে। গোলাপী হয়ে উঠেছে চোখ। তবে এটি কোনও সাধারণ উপসর্গ নয়। খুব কম সংখ্যক আক্রান্তের মধ্যে এই উপসর্গ দেখা গেছে। ১-৩% রোগীদের করোনা সংক্রমণের পর চোখ ফুলে উঠেছে ও চোখ গোলাপী বর্ণ ধারণ করেছে।

৪. মাথা ব্যাথা:  সর্দি কাশি জ্বরের মতই উপসর্গের সাথে সাথে অনেক আক্রান্ত ব্যক্তিদের মাথায় যন্ত্রণা হতে দেখা গিয়েছে। তবে শরীরে জ্বর থাকায় এটাকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যাচ্ছেন অনেকেই। আর শুধু জ্বর নয়, তার সাথেই থাকবে শরীরে অদ্ভুদ এক রকম অস্বস্তি। তাই সর্দি কাশি বা জ্বরের মতন উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে হবে চিকিৎসকের।