করোনার টিকা পেতে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, পদ্ধতির কথা জানালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই করোনার টিকা হাতে চলে আসতে পারে কেন্দ্রের হাতে। আর এই টিকা হাতে চলে এলেই খুব শীঘ্র শুরু করা হবে টিকাকরণ। বারংবার এমনই দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ কর্তাদের তরফ থেকে। আর এই টিকা পেতে হলে কি রেজিস্ট্রেশন করতে হবে? পাশাপাশি রেজিস্ট্রেশন করতে হলেও কি কি লাগবে? এই সকল সমস্ত প্রশ্নের উত্তর স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে প্রশ্ন-উত্তর আকারে তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

করোনা টিকা নেওয়া কি বাধ্যতামূলক?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। এটা সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করছে। তবে রোগ ছড়িয়ে পড়া রুখতে এই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টিকা নেওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

যে সকল ব্যক্তিরা সদিচ্ছাই টিকা নিতে চান তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় দিতে হবে নিজের নাম, ছবি এবং যেকোনো একটি সচিত্র পরিচয়পত্র। যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, সরকারি বা বেসরকারি পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মনরেগার জব কার্ড বা ব্যাঙ্কের পাস বই ইত্যাদি।

রেজিস্ট্রেশন না করলে কি টিকা পাওয়া যাবে না?

এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, টিকা নেওয়া বাধ্যতামূলক না হলেও টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উত্তর অনুযায়ী টিকা নিতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের পর কিভাবে পাওয়া যাবে টিকা?

রেজিস্ট্রেশন করার পর ইচ্ছুক ব্যক্তিকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে সমস্ত তথ্য দেওয়া হবে কিভাবে কখন কোথায় টিকা দেওয়া হবে তার বিষয়ে।

যেসকল ব্যক্তিরা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের কি টিকা নেওয়া উচিত?

স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে সেই সকল ব্যক্তিদের টিকা নেওয়ার ক্ষেত্রে বিশেষ অনুরোধ করা হচ্ছে যারা ক্যান্সার অথবা ডায়াবেটিসের মত জটিল রোগে ভুগছেন। কারণ তাদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হলে ঝুঁকি সবথেকে বেশি থাকে। পাশাপাশি যারা সদ্য করোনামুক্ত হয়েছেন তাদেরও টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে যারা এখনই করোনা আক্রান্ত হয়েছেন তাদের আক্রান্ত অবস্থায় টিকাকরণ কেন্দ্রে আসতে নিষেধ করা হয়েছে।

সবাইকে কি টিকা দেওয়া হবে?

সকলের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে কিনা তা নির্ভর করছে উৎপাদনের উপর। সরকারের তরফ থেকে সকলকে টিকা দেওয়ার প্রচেষ্টা চালানো হবে ধীরে ধীরে। তবে প্রথম দিকে করোনাযোদ্ধা এবং পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

করোনার টিকা কতটা নিরাপদ?

টিকার গুণগতমান নিয়ে কোনরকম সমঝোতা করবেনা কেন্দ্র। ভারতে যে টিকাকরণের জন্য ব্যবহৃত হবে সেই টিকা অন্যান্য দেশের মতই কার্যকরী হবে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ হবে এমনটাই দাবি করা হয়েছে। তবে টিকা নেওয়ার পর সামান্য জ্বর অথবা জ্বরের উপসর্গ দেখা দিতে পারে।

রেজিস্ট্রেশন পদ্ধতি

আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu) এর মত করোনার টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আসছে co-win ওয়েবসাইট। পাশাপাশি থাকবে এদের একটি অ্যাপ। যেখানে করোনার টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন করতে হবে। এমনটাই জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ কর্তারা।