England Cricketer: জাতীয় দলে বাবা ছেলে, একজন ভারতের হয়ে আর অপরজন ইংল্যান্ডের

Prosun Kanti Das

Published on:

Advertisements

England Cricketer: জাতীয় দলে বাবা ছেলে, একজন ভারতের হয়ে আর অপরজন ইংল্যান্ডের। বাবা খেলেছেন জাতীয় ক্রিকেট দলে এবও ছেলে বর্তমানে খেলছেন। কিন্তু একজন ভারতে, অন্যজন ইংল্যান্ডের (England Cricketer)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ছেলে ইংল্যান্ডের হয়ে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এক সময় বাবা খেলেছিলেন ভারতের জার্সি গায়ে দিয়ে। নাম উজ্জল করেছিলেন দেশের। আর এখন ছেলেও খেলছে জাতীয় ক্রিকেট দলে তবে ভারতের নয় ইংল্যান্ডের।

Advertisements

এই দুজন ক্রিকেটারের নাম জানতে খুব ইচ্ছে করছে তাই না? চলুন জেনে নেওয়া যাক এই দুজন ক্রিকেটার কারা? ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং এবং বর্তমান ইংল্যান্ডের জাতীয় দলের সদস্য হ্যারি সিং। ১৯৮০ দশকে ভারতীয় জাতীয় দলের অন্যতম মুখ আরপি সিং। ভারতের হয়ে, ভারতের বাঁহাতি বোলার হিসেবে জনপ্রিয় হয়েছিল তার নাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট ৫৯ টি ম্যাচ খেলেছেন আর পি সিং। সম্প্রতি শ্রীলংকার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট ম্যাচে পরিবর্ত হিসেবে নামে হারি সিং (England Cricketer)।

Advertisements

আরপি সিং ভারতীয় জাতীয় দলের সদস্য ছিলেন ১৯৯১ সাল পর্যন্ত। তারপর তিনি অবসর গ্রহণ করেন। তার দীর্ঘ খেলোয়াড় জীবনে মোট ১৫০ টি উইকেট পেয়েছিলেন তিনি। অবসরের পর ভারত ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি। সেখানে পৌঁছে ল্যাঙ্কাশায়ার কাউন্টিতে ক্রিকেটের কোচিং দেওয়া শুরু করেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেখানেই ক্রিকেটের মাঠে হাতে খড়ি হয় তার ছেলে হ্যারি সিং এরও। সেও ক্রিকেটের প্রশিক্ষণ নিতে শুরু করে সেই ক্লাব থেকেই। ২০২৪ সালে ইংল্যান্ডের জাতীয় দলে (England Cricketer) খেলার সুযোগ পান তিনি সেই ক্লাব থেকেই।

Advertisements

আরো পড়ুন: এবার গুজরাটকে টক্কর দেবে মুম্বাই, নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাপিয়ে যেতে পারে এমসিএর নতুন পরিকল্পনা

প্রথম জীবনে হ্যারি সুযোগ করে নিয়েছিল ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে (England Cricketer)। বর্তমানে হ্যারি সিং এর বয়স ২০ বছর। এই সময়ের মধ্যেই প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৭ টি ম্যাচ। সম্প্রতি ইংল্যান্ড ও শ্রীলংকার একটি টেস্ট ম্যাচ ছিল ইংল্যান্ডের মাটিতে। সেই দলের সদস্য হিসেবে দেখা যায় হ্যারি সিংকেও।

প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে এখনো সেভাবে নিজের জায়গা প্রমাণ করতে পারেননি তিনি। বর্তমানে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের (England Cricketer) সদস্য হ্যারি সিং কিন্তু জায়গা করে নিতে পেরেছে টেস্ট ম্যাচের সদস্য হিসেবে। শ্রীলংকার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে দেখা যায় হ্যারি সিংকে। ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট ম্যাচে জায়গা করে নেন তিনি। না প্রথম একাদশে এখনো জায়গা হয়নি। তবে খুব শীঘ্রই সেই স্থানেও তাকে দেখা যাবে বলে আশা রাখছে সকলে। সেদিন খেলায় টসে জিতে প্রথমে বল করাকে বেছে নেয় ইংল্যান্ড। প্রথম ৩৭ ওভার খেলার পর মাঠ ছেড়ে বেরিয়ে যায় হ্যারি ব্রুক। তার পরিবর্তে ইংল্যান্ডের জাতীয় দলের সদস্য হিসেবে টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতের প্রাক্তন ক্রিকেটারের ছেলে হ্যারি সিং।

Advertisements