আবার হিরো সোনু, নিরাপদ স্থানে ২৮০০০ মানুষকে সরিয়ে বন্দোবস্ত করলেন খাবারের

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে অন্যান্য অভিনেতারা যখন দূর থেকে সাহায্য করেই নিজেদের দায়িত্ব সেরেছেন তখন একমাত্র ব্যাতিক্রম সোনু সুদ। যিনি হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরতে সহায়তা করেছেন। এছাড়া শ্রমিকদের জন্য পর্যাপ্ত পিপিই কিট, খাবার ও আরও নানান জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার জন্য খুলেছেন হেল্পলাইন নম্বর। যে যখন নিজের সমস্যার কথা সোনু সুদকে বলেছেন সোনু তখনই তার সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন। পরিযায়ী শ্রমিকদের কাছে তিনি এখন ভগবান। বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি তার জনহিতকর কাজের জন্য।

শুধু তাই নয় বিহারের উপকৃত বাসিন্দারা অভিনেতার উপকারের কথা মাথায় রেখে অভিনেতার মূর্তি বানানোর সিদ্ধান্ত নেন।একথা জানার পরে অভিনেতা বলেন, “ওই টাকায় কোনো গরীবকে সাহায্য করুন।” হ্যাঁ, এরকমই মানবিক কাজ তিনি বারবার করেছেন।আর আবারও একবার খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা তার জনহিতকর কাজের জন্যই।

এবার মুম্বাইয়ে ২৮০০০ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা। ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ার আগেই সমুদ্রের পাড়ে থাকা ২৮০০০ মানুষকে স্থানীয় স্কুল-কলেজ ও নিরাপদ আশ্রমের নিয়ে যায় সোনু সুদ ও তার টিম। শুধু নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়াই নয়, এর পাশাপাশি নিজের সাধ্যমত এই সকল মানুষের খাবারের ব্যবস্থাও করেন।

এছাড়াও মুম্বাইতে আটকে থাকা অসমের ২০০০ জনকে ঘূর্ণিঝড়ের আগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান সোনু ও তার টিম। তাদেরও খাবারের ব্যবস্থা করেছেন অভিনেতা।

টুইটারে অনেক মানুষ আবেদন করেছেন যে সোনুকে যেন ভারতরত্ন দেওয়া হয়। সত্যিই অভিনেতার এইসকল জনহিতকর কাজ দেখলে বারবার মনে হয় তিনি এই সম্মানের যথার্থ দাবিদার।