উচ্চশিক্ষার জন্য টাকা নেই, স্কলারশিপ দিচ্ছে সোনু সুদ

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যখন লকডাউন জারি হয় তখন থেকেই কল্পতরু হিসেবে দেখতে পাওয়া গিয়েছে বলিউডের অন্যতম অভিনেতা সোনু সুদকে। কখনো পরিযায়ী শ্রমিকদের বাড়ি যেতে সাহায্য করে, কখনো আবার ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য স্মার্টফোন দিয়ে, কখনো আবার চাষীকে ট্রাক্টর দিয়ে তিনি দীন দরিদ্র মানুষদের কাছে ভগবানের আরেক রূপ হিসাবে নিজেকে তুলে ধরেছেন। আর এবার এই অভিনেতাকে দেখা গেল উচ্চশিক্ষার জন্য সাহায্যের হাত বাড়াতে।

জনকল্যাণে এবার তিনি ঘোষণা করলেন ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার। সোনু সুদ যাদের উচ্চশিক্ষার জন্য ইচ্ছা রয়েছে অথচ টাকা নেই তাদের স্কলারশিপ পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে তা সম্পর্কে তিনি একটি ট্যুইট করে বিস্তারিত জানিয়েছেন। তবে এই স্কলারশিপ পাওয়ার জন্য আগামী ১০ দিনের মধ্যে আবেদন করার কথা রেখেছেন তিনি।

সোনু সুদ ট্যুইট করে লিখেছেন, “সবাই পড়বে তবেই হিন্দুস্তান বাঁচবে। আর সেজন্য আমি একটি স্কলারশিপ ব্যবস্থা নিয়ে এলাম পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য। আমি মনে করি কেউ লক্ষ্যে পৌঁছানোর জন্য আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়াবে না। আগামী ১০ দিনের মধ্যে আমাকে বিস্তারিত পাঠালে আমি অবশ্যই যোগাযোগ করবো।”

সোনু সুদের ট্যুইট থেকে স্পষ্ট যে তিনি এই স্কলারশিপ নিয়ে এসেছেন সেই সকল পড়ুয়াদের জন্য যারা স্কুলের পড়াশোনা সম্পন্ন করে কলেজে অথবা তার থেকে উচ্চতর পঠন-পাঠনের জন্য অর্থের অভাবে আটকে রয়েছেন। আর সেই সকল পরিবারের পাশে তিনি দাঁড়াবেন তা নিশ্চিত করেছেন।

স্কলারশিপের জন্য আবেদন করার পদ্ধতি

সোনু সুদ যে স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা পেতে পড়ুয়াদের কি যোগ্যতা লাগবে তা সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু লেখেননি। এছাড়াও এই স্কলারশিপ পাওয়ার জন্য বাধ্যবাধকতা মূলক ভাবে কি কি দিতে হবে তার সম্পর্কেও কিছু খোলসা করেননি। তবে তিনি জানিয়েছেন স্কলারশিপ পাওয়ার জন্য আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ২১ শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে scholarships@sonusood.me ঠিকানায়। এরপর সোনু সুদের টিমের সদস্যরা আবেদনকারীর সাথে যোগাযোগ করে নেবে।