পদ্ম ফুটতে চলেছে অধিকারী পরিবারে, জল্পনা বঙ্গ রাজনীতিতে

নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ‘এখন তো বাসন্তী পুজো আসেনি। রামনবমী হয়নি। ফোটাবে তো! আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে।’ আর এই ভাষণের পর দুদিন যেতে না যেতেই সূত্রের খবর শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী শুক্রবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছরের প্রথম দিন অর্থাৎ আগামী শুক্রবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আসতে চলেছেন সৌমেন্দু অধিকারী। শুক্রবার কাঁথির ডরমেটরি মাঠে রয়েছে শুভেন্দু অধিকারীর সভা। আর সেই সভাতেই নাকি সৌমেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বলে সূত্রের খবর।

সৌমেন্দু অধিকারীকে নিয়ে দিন কয়েক ধরেই জল্পনা শুরু হয় বঙ্গ রাজনীতিতে। রামনগরের বিধায়ক অখিল গিরি সৌমেন্দুকে নিশানা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ও বিজেপির হয়ে কর্মসূচির আয়োজন করছে। কেবল মিছিলে হাঁটছে না। তার দ্বিচারিতা দল এবং সরকার ধরে ফেলেছে। কিছুদিনের মধ্যেই তাকে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।”

আর এর পরেই মঙ্গলবার কাঁথি পৌরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন অধিকারীকে। আর দলের এই পদক্ষেপের পর অধিকারী পরিবারে শুরু হয় কড়া প্রতিক্রিয়া। সৌমেন্দুর দাদা দিব্যেন্দু অধিকারি জানিয়ে দেন কাঁথি পৌরসভায় তার বসার জন্য যে অফিস করা হয়েছে তাতে তিনি বুধবার থেকে আর যাবেন না। পাশাপাশি তিনি সৌমেন্দুর অপসারণ দুর্ভাগ্যজনক বলেও জানান। আর এসবের মাঝেই নতুন খবর সৌমেন্দু বিজেপিতে যোগ দিতে চলেছেন।

আর এই খবরের পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শুভেন্দু অধিকারীর দাবিমতো ধীরে ধীরে অধিকারী পরিবারেও পদ্ম ফুটতে চলেছে! ওয়াকিবহাল মহলের এটাও বক্তব্য, শুভেন্দু অধিকারীর দাবি যদি বিধানসভা নির্বাচনের আগে বাস্তবায়িত হয়ে যায় তাহলে রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া টক্কর দিবে অধিকারী পরিবার।