শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ITU-তে সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মিন্টোপার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান এই স্বনামধন্য অভিনেতা। প্রথম দিকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ভালো খবর এলেও গতকাল অর্থাৎ শুক্রবার জানা যায় শারীরিক অবস্থা অবনতির দিকে। যার পরেই ৮৫ বছর বয়সী এই অভিনেতাকে স্থানান্তরিত করা হয় ITU-তে। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ব্লাড প্রেসারে তারতম্য ঘটছে এবং শরীরে অক্সিজেনের ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকল শারীরিক সমস্যা দেখা দেয় তাঁকে কেবিন থেকে শুক্রবার ITU-তে স্থানান্তরিত করা হয়। তবে তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে। শনিবার তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে। এর পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

নিজের জীবনের উপর তৈরি একটি তথ্যচিত্রের শুটিং ভারত লক্ষ্মী স্টুডিওতে তিনি গত সপ্তাহে শেষ করেছেন। বেশ কয়েকজন গুণী জনের উপস্থিতিতেই তথ্যচিত্রের কাজ শেষ হয়। তবে এর পরেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে দেখা যায় বর্ষীয়ান এই অভিনেতাকে।

আর এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষা করানোর পরেই জানা যায় তিনি করোনা আক্রান্ত। যার পর এই মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। করোনা আক্রান্ত হওয়া ছাড়াও বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। গত বছর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি তাঁর COPD সমস্যা রয়েছে। যে কারনেই তিনি করোনা আক্রান্ত ধরা পড়ার পরেই কোনরকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার বিষয়ে জানান তাঁর মেয়ে পৌলোমী চট্টোপাধ্যায়।