প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : বাংলা রেনেসাঁর শেষ প্রতিনিধি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধনে যে বাংলার নবজাগরণের জন্ম হয়েছিল, তিনি ছিলেন তাঁর উজ্জ্বল প্রতিনিধি। তাঁর জীবন অবসানে বাংলা হারালো তাঁর শিল্প সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্রকে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি। শৈশবের দশ বছর কাটান নদীয়া জেলার কৃষ্ণনগরে। পড়াশোনা করেন হাওড়া জেলা স্কুলে। সিটি কলেজ থেকে বাংলা সাহিত্যে নিয়ে স্নাতক হন। কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলায় এম.এ. করেন। এই সময় থেকেই তিনি জড়িয়ে পড়েন বাংলার নাট্য জগতে। শিক্ষা পান বাংলার প্রবাদপ্রতিম নাট্য শিল্পী অহিন্দ্র চৌধুরী শিশির ভাদুড়ির মতো ব্যাক্তিত্বদের কাছ থেকে কাছ থেকে। যোগ দেন অল ইন্ডিয়া রেডিওর ভাষ্যকার হিসাবে।

এরপরই তিনি সত্যজিৎ রায়ের সংস্পর্শে আসেন। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে তাঁর চলচ্চিত্র জীবন শুরু হয়। যা তাকে সঙ্গে সঙ্গে খ্যাতি এনে দেয়। সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি ১৪ সিনেমায় অভিনয় করেন।
তবে বাঙালির হৃদয়ে তিনি জায়গা করে নেন সত্যজিৎ রায়ের গল্প থেকে তৈরি সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ সিনেমায় ফেলুদার চরিত্রে অভিনয় করে। তিনি হয়ে ওঠেন আপামর বাঙালির ফেলুদা।

সত্যজিৎ রায়ের পরিচালনায় তাঁর অভিনীত বিখ্যাত সিনেমাগুলো হল, শাখা প্রশাখা, ঘরে বাইরে, চারুলতা, অশনী সঙ্কেত, গণশত্রু প্রভৃতি সিনেমায়। এছাড়াও বাংলার তপন সিনহা, মৃণাল সেন, অজয় করদের মতো বিখ্যাত পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন। ঝিন্দের বন্দি, তিন ভুবনের পারে, সাত পাকে বাঁধা, কোনির মতো সিনেমায় তিনি বাঙালি সিনেমা প্রমীদের তিনি হৃদয় জয় করে নেন। ঝিন্দের বন্দিতে খলনায়কের ভূমিকাতেও তিনি সাবলীল অভিনয় করেন।

১৯৮০ এর পর থেকে তিনি গৌতম ঘোষ, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো নতুন সময়ের পরিচালকদের সঙ্গে সমানতালে অভিনয় করেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি নাট্য জগৎ ও সাহিত্য জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন।

১৯৬১ সালে নির্মাল্য আচার্যের সঙ্গে বিখ্যাত সাহিত্য পত্রিকা এক্ষণ পরিচালনা করেন। রচনা করেছেন বহু কবিতার বই।

পেয়েছেন ফরাসি সরকারের দ্বারা, “Officer des Arts et Metiers’ এবং legion d’Honneur। লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ইটালি সরকারের কাছ থেকে। ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার। পেয়েছেন ২০১২ সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার।

আট বার পেয়েছেন BFJA Best Actor Award. ২০০৮ সালে পদক্ষেপ সিনেমার জন্য পান National Filim award for Best Actor. তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে, মানিকদার সঙ্গে, অগ্ৰপথিকেরা, প্রতিদিন তব গাঁথা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যতে একটা যুগের অবসান হলো। শেষ হল বাংলার শিল্প, সাহিত্য, নাটক, সিনেমার এক উজ্জ্বল অধ্যায়।