মাঠে নেমে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স, বুড়ো হাড়ে ভেলকি মহারাজের

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে বুধবার একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয় সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ বনাম জয় শাহ একাদশ। আর এই প্রীতি ম্যাচে দীর্ঘ বছর পরেও ব্যাট ও বল হাতে মহারাজ যে পারফরম্যান্স দেখালেন তাতে বুড়ো হাড়ে ভেলকিই বলা যেতে পারে।

আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বুধবারের এই প্রীতি ম্যাচ হয় ১২-১২ ২৪ ওভারের। প্রথমে জয় শাহ একাদশ প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। জয় শাহ একাদশের ভালো রান করেন জয়দেব শাহ এবং মহঃ আজহারউদ্দিন। জয়দেব শাহর ব্যাট থেকে আসে ৩৮ রান। আর ভারতের প্রাক্তন অধিনায়ক তথা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহঃ আজাহারউদ্দিনের ব্যাট থেকে আসে ৩৭ রান। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ব্যাটে সফল হতে পারেননি। ৬ বলে ২ করে ফিরে যান। তবে বল হাতে তিনি দুটি উইকেট পান।

সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ জয় শাহ একাদশের ১২৮ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১০০ রান। সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের ২৮ রানে পরাজয় হয় জয় শাহ একাদশের কাছে। তবে এই ম্যাচে সৌরভ একাই নজির গড়ে যান।

জয় শাহ একাদশের ব্যাট করার সময় বল হাতে মহারাজ একটি উইকেট নেন। আর সেই উইকেটটি হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর। পরে ব্যাট হাতে নেমে ৩৭ বলে ৫৩ রান করেন, তাও অপরাজিত। তবে মহারাজের এই ঝড়ো ইনিংস কাজে লাগেনি। কারণ অপর প্রান্তে আর কাউকে ঝড়ো ইনিংস খেলতে দেখা যায়নি ম্যাচ জয়ের জন্য।