মাধ্যমিক পাশেই কেন্দ্রের সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার সুযোগ, রইল আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : চাকরি (Job News) এমন একটি জিনিস যার জন্য প্রতিটি বেকার যুবক-যুবতীদের খোঁজ চালাতে দেখা যায়। সরকারি হোক অথবা বেসরকারি, যেকোনো ধরনের চাকরি পেয়েই নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য থাকে তাদের। তবে সরকারি চাকরির দিকেই ঝোঁক সবচেয়ে বেশি থাকতে দেখা যায়। কেননা সরকারি চাকরির ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা অনেকটাই সুনিশ্চিত। আবার সেই চাকরি যদি কেন্দ্রীয় সরকারের (Central Government Job) হয় তাহলে তো পোয়াবারো।

এবার সেই সকল চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে সুখবর দেওয়া হল যারা কেন্দ্রীয় সরকারি চাকরির খোঁজে রয়েছেন। কেননা সাউথ ইস্টার্ন কোলফিল্ডস সম্প্রতি তাদের সংস্থায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়র পদে মোট ৪০৫ জনকে নিয়োগ করা হবে। এই সকল পদে যারা নিযুক্ত হতে চান তাদের ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

মাইনিং সর্দার পদে নিযুক্ত করা হবে মোট ৩৫০ জনকে। এই সকল শূন্য পদে যারা নিযুক্ত হতে চান তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে। এর সঙ্গে থাকতে হবে ধানবাদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটির মাইনিং সর্দারশিপ কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা।

ডেপুটি সার্ভেয়ার হিসাবে নিযুক্ত করা হবে ৫৫ জনকে। এক্ষেত্রেও ইচ্ছুক চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ থাকলেই হবে। পাশাপাশি থাকতে হবে ধানবাদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটির মাইনিং সর্দারশিপ কম্পিটেন্সি সার্টিফিকেট।

আবেদনকারীদের আবেদন করার জন্য http://www.secl-cil.in/ ওয়েবসাইটে লগইন করতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়ার উভয় পদে যারা নিযুক্ত হবেন তাদের বেতন হবে ৩১ হাজার ৮৫২ টাকা।

যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ১১৮০ টাকা। আবেদন করার সঙ্গে সঙ্গেই জমা দিতে হবে এই আবেদন ফি।