অবশেষে চালু হচ্ছে তমলুক এক্সপ্রেস, রইলো সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : প্রায় এক বছর ধরে হাওড়া থেকে দিঘা পর্যন্ত তমলুক এক্সপ্রেস বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে এই ট্রেনটি। যদিও ট্রেনের নাম পরিবর্তন করে রেলের তরফ থেকে বলা হচ্ছে হাওড়া দিঘা স্পেশাল ট্রেন। মূলত যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই দক্ষিণ-পূর্ব রেল পুনরায় এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে পুনরায় চালু হতে চলেছে এই ট্রেনটি। প্রতিদিন এই ট্রেনটি চলবে হাওড়া থেকে দীঘা এবং দিঘা থেকে হাওড়া রুটে। অন্যদিকে রেলের তরফ থেকে এই ট্রেনটিকে হাওড়া দিঘা স্পেশাল ট্রেন বলা হলেও ট্রেন চলবে আগের মত তমলুক এক্সপ্রেসের সময়সূচী অনুযায়ী।

সময়সূচী

প্রতিদিন ০২২৫৭ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে এবং দিঘা পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। দীঘা থেকে ০২২৫৮ ট্রেনটি হাওড়া দিকে ছেড়ে আসবে সকাল ১০টা ৩৫ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিটে।

[aaroporuntag]
দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে স্পেশাল ট্রেনটির যাত্রাপথে স্টপেজ রয়েছে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি এবং রামনগর স্টেশনে।