‘বিজেপির সিগন্যালেই তৈরি তৃণমূল’, শোভনের বিস্ফোরণে অস্বস্তিতে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন আগেই বিজেপিতে যোগদান করলেও সে ভাবে তাকে দলের হয়ে প্রচার অথবা কোন কিছুতে দেখা যায়নি। অবশেষে গোসা ছেড়ে রবিবার সন্ধ্যায় হেস্টিংসের বিজেপি দপ্তরে পৌঁছান শোভন-বৈশাখী। আর সেখানেই নিজের পুরাতন দল তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে বিস্ফোরণ ঘটালেন শোভন। শোভনের দাবি, ‘বিজেপির সিগন্যালেই তৈরি তৃণমূল’। সোমবার কলকাতায় শোভন-বৈশাখীর রোড শোয়ের আগে শোভনের এমন বিস্ফোরক মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

বৈঠক শেষে শোভন চ্যাটার্জি বলেন, “তৃণমূলের অবস্থা এখন ছোট চাদরের মতো। মাথা ডাকতে গেলে পাওয়া বেরিয়ে যাচ্ছে, পা ঢাকতে গেলে মাথা। বিজেপির সিগন্যালেই তো ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল তৈরি হয়েছিল।”

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, “যেসকল নেতারা তৃণমূলে প্রতিষ্ঠা করেছিলেন তারাই আজ দলে সম্মান না পেয়ে দল ছাড়তে বাধ্য হচ্ছেন। যারা সংগ্রাম করে দল প্রতিষ্ঠা করেছিলেন তারা আজ কি সম্মান পেলেন? কি ব্যবহার পেলেন? মুকুল রায়ের মতো নেতা দলে থাকতে পারলেন না। তারপরেও আত্মসমালোচনা করার প্রয়োজন হয়নি। দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আজ বিজেপি যেভাবে আমাদের কাজের সুযোগ দিচ্ছে তাতে আমরা কৃতজ্ঞ।”

রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্বকে বারংবার বিজেপির সাথে তৃণমূলের আঁতাত নিয়ে সরব হতে দেখা গিয়েছে। আর এমত অবস্থায় শোভন চ্যাটার্জীর এমন মন্তব্য স্বাভাবিকভাবেই তৃণমূল এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। অন্যদিকে শোভন চ্যাটার্জীর ছোট চাদরের প্রসঙ্গের পাল্টা জবাবে বিধায়ক তাপস রায় জানিয়েছেন, “এতদিন তো এই ছোট চাদর গায়ে দিয়েই ছিলেন। এখন বিজেপি যা বলতে বলছে বাধ্য হয়ে উনি তাই বলছেন।”