বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা দ্রুত পাবেন রেশন কার্ড, উদ্যোগ নিলো রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ৩৮ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের প্রতিটি রাজ্যকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। যে নির্দেশিকায় জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জাতীয় সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন কার্ড যেন দ্রুত পায় তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে। আর এই নির্দেশিকা পাওয়ার পর জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন কার্ড দেওয়ার জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার।

রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে এবিষয়ে রাজ্যের প্রতিটি জেলা শাসকদের একটি করে চিঠি দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে এখনো পর্যন্ত যে সকল বিশেষভাবে সক্ষমরা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় নেই তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি এই ধরনের ব্যক্তিদের দ্রুত রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থা গ্রহণের জন্য জেলার খাদ্য, সমাজ কল্যাণ আধিকারিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।

বিশেষভাবে সক্ষম এই সকল ব্যক্তিদের দ্রুত রেশন কার্ড দেওয়ার জন্য রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে ৩ অথবা ৪ নম্বর ফর্ম জমা করার কথা বলা হয়েছে। আর এই ব্যবস্থাপনা দ্রুত গ্রহণ করা হলে উপকৃত হবেন ঐসকল ব্যক্তিরা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।