পাহাড় ভ্রমণের বিশেষ সুযোগ IRCTC-র, বোলপুর থেকে করা যাবে সফর

নিজস্ব প্রতিবেদন : বাঙালিরা ভ্রমণপিপাসু। সুযোগ পেলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন পাহাড় অথবা সমুদ্রে। আর এই গরমে এখন অধিকাংশ বাঙালি ছুটছেন পাহাড়ের দিকে। এই সকল ভ্রমণপিপাসু বাঙ্গালীদের জন্য এবার ভারতীয় রেলের তরফ থেকে ভ্রমণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে পাহাড় ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল এবং আইআরসিটিসি।

ভারতীয় রেলের তরফ থেকে পাহাড় ভ্রমণের জন্য বিশেষ কোচের ব্যবস্থা করা হচ্ছে। আইআরসিটিসির তত্ত্বাবধানে ৬ দিনের জন্য এই বিশেষ পাহাড় ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়বে এবং সেই ট্রেনটি যাবে বোলপুর হয়ে। অর্থাৎ পাহাড় যাওয়ার ক্ষেত্রে যাত্রীরা ইচ্ছে করলে বোলপুর স্টেশন থেকে উঠতে পারবেন।

এই বিশেষ ট্রেনের যাত্রা শুরু হবে আগামী ২০ মে। শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেওয়া এই ট্রেনটিতে ভ্রমণ করা যাবে দার্জিলিং, গ্যাংটক সহ বিভিন্ন জায়গা। বোলপুর রেল ষ্টেশনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এণ্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) পূর্ব রেলের আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়।

কিভাবে এই সফরের ব্যবস্থা করা হয়েছে? এর পরিপ্রেক্ষিতে আইআরসিটিসির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২০ মে শিয়ালদহ স্টেশন থেকে রাত্রি ৮:৩০ টায় রওনা দেবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেই ট্রেনের সঙ্গে একটি বিশেষ কোচ যোগ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘সামার কোচ স্পেশাল’।

এই বিশেষ কোচের মাধ্যমে দার্জিলিং ও গ্যাংটক ঘোরানো হবে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর কেবলমাত্র বোলপুর স্টেশনে দাঁড়াবে। এই বিশেষ কোচে সফর করার জন্য যাত্রীদের মাথাপিছু দিতে হবে ২০,৭৫০ টাকা। ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা থ্রি স্টার ক্যাটাগরির হোটেল, ভ্রমণের জন্য ডিলাক্স যানবাহন, খাওয়া-দাওয়া সমস্ত কিছু।