যাত্রীদের জন্য সুখবর, বনগাঁ শাখায় ১৪টি স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। দূরপাল্লার রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে যেমন ট্রেনের (Train) গুরুত্বপূর্ণ অপরিসীম ঠিক সেই রকমই আবার অল্প দূরত্বের ক্ষেত্রেও লোকাল ট্রেন (Local Train) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কথা মাথায় রেখে এবার বনগাঁ শাখায় ১৪ টি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে।

মূলত এই সকল স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে মতুয়াদের মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে। এই মেলা চলবে সাত দিন। মূলত রবিবার রাত থেকে শুরু হবে পূণ্য স্নান। যে কারণে গত শুক্রবার রাত থেকেই বহু পুণ্যার্থী ঠাকুরনগরে পৌঁছাতে শুরু করেছেন। হাজার হাজার পুণ্যার্থীদের ঠাকুরনগরে আসার ক্ষেত্রে মূল মাধ্যম হলো রেল। এই কথা মাথায় রেখেই রেলের তরফ থেকে এমন সুখবর দেওয়া হল।

যে স্পেশাল ১৪টি ট্রেনের ঘোষণা করা হয়েছে, সেগুলি শিয়ালদহ ডিভিশনে বারাসাত বনগাঁ শাখায় চলাচল করবে। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ট্রেনগুলি চলবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। অন্যদিকে এই ১৪টি স্পেশাল ট্রেন ছাড়াও গেদে-ঠাকুরনগর ও কৃষ্ণনগর-ঠাকুরনগর রুটেও একাধিক ট্রেনের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে।

গেদে-ঠাকুরনগর-গেদে রুটে ১৮ এবং ১৯ মার্চ চলবে ডাউন ট্রেন অর্থাৎ এই দুদিন গেদে থেকে ঠাকুরনগর পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে। ঠাকুরনগর থেকে গেদে পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে ২০ এবং ২১ মার্চ। গেদে থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে ট্রেন দুটি ছাড়বে ১৮ মার্চ সকাল ১১ টা ২৫ মিনিটে এবং ১৯ মার্চ ট্রেন ছাড়বে ভোর ৫ টা ১৫ মিনিটে। ঠাকুরনগর থেকে গেদের উদ্দেশ্যে রওনা দেওয়ার ট্রেন দুটির মধ্যে একটি ২০ মার্চ ছাড়বে দুপুর ১ টা ৩৮ মিনিটে এবং ২১ মার্চ ছাড়বে সন্ধ্যা ৭ টা ৩ মিনিটে।

অন্যদিকে কৃষ্ণনগর থেকে ঠাকুরনগর পর্যন্ত ট্রেন ছাড়া হবে ১৯ ও ২০ মার্চ। ট্রেন ছাড়বে বেলা ১ টার সময়। ওই দু’দিনই সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে ঠাকুরনগর থেকে ট্রেন ছাড়বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এছাড়াও ক্যানিং-ঠাকুরনগর-ক্যানিং রুটে ট্রেন চালানো হবে ১৯ এবং ২১ মার্চ।