সুখবর দিল রেল, পুজোয় শিয়ালদা থেকে এই সকল রুটে চলবে বাড়তি ট্রেন

নিজস্ব প্রতিবেদন : বাঙালিরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন। যে কারণে বাঙালিদের ভ্রমণপিপাসু বলা হয়ে থাকে। এবার পূজোর ছুটিতে ঘুরতে বেড়ানোর জন্য এই সকল ভ্রমণপিপাসুদের সুখবর দিল ভারতীয় রেল। শিয়ালদা স্টেশন থেকে নানান রুটে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদা রেল স্টেশন থেকে বাড়তি যে সকল রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে ইতিমধ্যেই দু’জোড়া ট্রেনের ঘোষণা করা হয়েছে। এই দু’জোড়া ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন যাতায়াত করবে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত। অন্যদিকে আরেক জোড়া ট্রেন যাতায়াত করবে শিয়ালদা থেকে গোরক্ষপুর এবং গোরক্ষপুর থেকে শিয়ালদা।

এছাড়াও পূর্ব রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া থেকে রক্সৌল এবং রক্সৌল থেকে হাওড়া ট্রেন যাতায়াত করবে। এই তিন জোড়া ট্রেন সাপ্তাহিক বিশেষ ট্রেন হিসাবে যাতায়াত করবে বলে জানানো হয়েছে। পুজোর ছুটিতে ট্রেনের উপর বাড়তি চাপ কমানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

শিয়ালদা নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি শিয়ালদা ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত্রি ১১:৫০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পৌঁছাবে পর দিন সকাল ১০:১০ মিনিটে। অন্যদিকে প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে এই ট্রেনটি দুপুর ১২টার সময় রওনা দেবে। এই ট্রেনটি শিয়ালদা এসে পৌঁছাবে রাত্রি ১১:৩৫ মিনিটে। এই ট্রেনটি চলবে আগামী ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত।

হাওড়া রক্সৌল ট্রেনটি ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হাওড়া থেকে রক্সৌলের মধ্যে চলবে। প্রতি শনিবারে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে। পর দিন বিকেল পৌনে ৪ টের সময় রক্সৌল থেকে ছাড়বে ট্রেনটি।

শিয়ালদা গোরক্ষপুর ট্রেনটি ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতি রবিবার শিয়ালদহ থেকে রাত ১১.০৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পর দিন রাত ৭.০৫ মিনিটে গোরক্ষপুর থেকে রওনা দেবে।