১০,০০০ বিমান বাতিল! চীনে কি তাহলে সেনা অভ্যুত্থান! চরম জল্পনা

নিজস্ব প্রতিবেদন : একের পর এক বিমান বাতিল। বিদেশিদের ঢুকতে দেওয়া হচ্ছে না চিনে। ইতিমধ্যেই বাতিল বিমানের সংখ্যা প্রায় ১০,০০০। কি চলছে বেজিংয়ে? প্রশ্ন উঠছে তাহলে কি এবার সব বিরোধীদের কণ্ঠরোধ করে দিচ্ছে People’s Liberation Army? এর পাশাপাশি প্রশ্ন উঠছে তাহলে কি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশাপাশি সমস্ত কমিউনিস্ট নেতাকেই গ্রেপ্তার করা হয়েছে? নাকি সেনা অভ্যুত্থান নিয়ে চীনে শুরু হয়েছে গৃহযুদ্ধ?

এইরকম নানান জল্পনা এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। তবে চীনে ঠিক কি চলছে তা বলা আপাতত কারোর পক্ষেই সম্ভব নয়। কারণ সে দেশের খবর বাইরে একপ্রকার বের হয় না বললেই চলে। যদিও সূত্রের খবর অনুযায়ী প্রায় ৬০ শতাংশ বাতিল হওয়াকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে।

সূত্র মারফত যে সকল খবর পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে, চীনের অধিকাংশ বিমানবন্দর দখল করে নিয়েছে সেখানকার People’s Liberation Army। তবে এই সেনা অভ্যুত্থান নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি চীনের তরফ থেকে। এর পাশাপাশি এই সকল খবরের কোন সত্যতা যাচাই করাও হয়নি।

তবে গত শনিবার থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চীনে সেনা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিংকে গৃহবন্দি করেছে সেনা। পাশাপাশি খবর ছড়িয়ে পড়েছে, চীনের ক্ষমতা দখল করেছেন জেনারেল লি কোয়াওমিং।

জানা যাচ্ছে দিন কয়েক আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশ-এ উজবেকিস্তানের সমরখন্দে বৈঠকে যোগ দিতে যান। সেখান থেকে ফেরার পরই তাকে নাকি গৃহবন্দী করা হয়। সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই দাবি করা হচ্ছে। তবে সত্যিই কি ঘটেছে অথবা কি ঘটছে তা জানতে আরও অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।