দিঘার জন্য নতুন ট্রেন, শিয়ালদা ডিভিশনে বাড়ছে ট্রেনের গতি, জোড়া সুখবর

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার উপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভরশীল হওয়ার কারণে এই পরিষেবাকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত এই পরিষেবা উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে এবার শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য জোড়া সুখবর দিল ভারতীয় রেল।

কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার শিয়ালদা ডিভিশনের সব ট্রেনের গতিবেগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। গতি বৃদ্ধি করার জন্য যে লাইন থেকে সিগন্যাল কাজ চালানো হচ্ছিল তা সমাপ্ত হয়েছে। এখন কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতের অপেক্ষা মাত্র। এই সবুজ সংকেত মিললেই ট্রেনের গতিবেগ বৃদ্ধি পাবে।

শিয়ালদহ শাখায় যে সকল ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার থেকে ঘন্টায় ৯০ কিলোমিটার ছিল তাদের গতিবেগ বৃদ্ধি করে করা হচ্ছে ঘন্টায় ১০০ কিলোমিটার। ট্রেনের এই গতিবেগ বৃদ্ধি পেলে লাইন অনেক ফাঁকা পাওয়া যাবে এবং প্রয়োজন পড়লে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা যাবে। পাশাপাশি ওই সময় মালগাড়ি চালানো যাবে বিভিন্ন রুটে। রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে, বারুইপুর থেকে নামখানা, বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর, বারুইপুর থেকে মথুরাপুর, মথুরাপুর থেকে লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর থেমে নামখানা শাখায় কাজ শেষ হয়েছে।

প্রতি ঘন্টায় ট্রেনের গতিবেগ ১০ থেকে ২০ কিলোমিটারের ব্যবধান হলে ট্রেনগুলিও আগের তুলনায় অনেক আগে গন্তব্যে পৌঁছে যাবে। গন্তব্যে পৌঁছানোর সময় কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে এই সকল রুটের টাইম টেবিলে পরিবর্তন আনা হবে এবং নতুন টাইম টেবিল প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে।

এর পাশাপাশি এই ডিভিশনে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে তিনটি নতুন ট্রেন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব ইতিমধ্যেই রেলবোর্ডের কাছে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। এই সকল ট্রেনগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ট্রেন হল শিয়ালদা থেকে দীঘা। সপ্তাহে দুদিন শনিবার এবং রবিবার এই ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাপ্তাহিক ট্রেন চালানোর পরিপ্রেক্ষিতে শিয়ালদা থেকে কামাক্ষা ও শিয়ালদা থেকে বিশাখাপত্তনম ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে।