জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সিউড়িতে আসা বাঙালি স্পাইডারম্যান যা যা করলো

নিজস্ব প্রতিবেদন : প্রথম দুর্গাপুরের (Durgapur) বেনাচিতি বাসস্ট্যান্ডে স্পাইডারম্যান (Spiderman) বেশে একজনকে বাসের ছাদে কেরামতি দেখাতে লক্ষ্য করা যায়। মানুষকে হাসাতেই কেউ একজন এমন পোশাক পড়ে এই কেরামতি দেখান। এই ঘটনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষদের মধ্যে চরম কৌতুহল শুরু হয়। বাঙালি এই স্পাইডারম্যানের পরিচয় ছড়িয়ে পড়ে সুদূর এই উত্তর থেকে দক্ষিণ। তবে পুনরায় এর দেখা মিলবে এমনটা হয়তো কেউ ভেবে ওঠেননি।

দুর্গাপুরের এই ঘটনার কয়েকদিন পরেই বাঙালি এই স্পাইডারম্যানকে লক্ষ্য করা যায় শান্তিনিকেতনের খোয়াই (Santiniketan Khoyai) হাটে। এরপরেই তাকে আবার নজরে আসে বীরভূমের সিউড়ি (Suri) শহরের অন্যতম ব্যস্ত জায়গা সিউড়ি বাসস্ট্যান্ডে। সিউড়ি বাসস্ট্যান্ডের ৪০ সেকেন্ডের একটি ভিডিও গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যে ভিডিওতে দেখা যায়, রাজনগর থেকে বোলপুর রুটের একটি বাসের পিছনে চেপে ছদ্মবেশে থাকা এই বাঙালি স্পাইডারম্যান কেরামতি দেখাচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়!

সিউড়িতে এসে ছদ্দবেশী এই বাঙালি স্পাইডারম্যান যা যা করেছেন তা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠই বলা যেতে পারে। দিন কয়েক ধরেই ৪০ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর বাঙালি এই স্পাইডারম্যানের সারাদিনের সিউড়ি সফরের সাতকাহন পরে তারই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। যে ভিডিওটি দীর্ঘ ছয় মিনিটের বেশি।

সম্পূর্ণ ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কখনো ওই বাঙালি স্পাইডারম্যান হাজির সেলুনে। সেখানে হাজির হয়ে তিনি খরিদ্দারদের চুল কাটছেন। আবার কখনো তাকে লক্ষ্য করা যাচ্ছে কোন খাবারের দোকানে এসে রান্না করতে। এছাড়াও বাসের ছাদে, বাড়ির ছাদে দাপাদাপি তো আছেই।

এর পাশাপাশি আবার এই বাঙালি স্পাইডারম্যান কখনো বাস থেকে মাল নামিয়েছেন যাত্রীদের সাহায্য করছেন, কখনো আবার ফেরি করছেন, ভ্যানচালকের থেকে চালের বস্তা মাথায় করে দোকানে ঢুকিয়ে দিচ্ছেন। সারাদিনে শহর ঘুরে ওই ছদ্দবেশী স্পাইডারম্যান যা যা করে দেখিয়েছেন তাতে মন জয় করে ফেলেছেন সিউড়ির বাসিন্দাদের। সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোড় সাওয়াল উঠছে, তাকে সমর্থন করার জন্য। অনেকেই আবার মতামত পোষণ করেছেন, ‘হাসানোর জন্য এই স্পাইডারম্যান যা যা করেছেন তা কোনদিন ভোলার নয়’।