মুখ পুড়ল শ্রাবন্তীর, তৃতীয় স্বামীর থেকে চাওয়া খোরপোষ নিয়ে আদালতের নয়া রায়

নিজস্ব প্রতিবেদন : টলিউডের সকল অভিনেত্রীদের মধ্যে সবসময় চর্চায় থাকতে দেখা যায় শ্রাবন্তীকে (Srabanti Chatterjee)। সিনেমা, অভিনয় এসব নিয়ে তাকে যতটা না চর্চা করা হয় তার থেকে বেশি তিনি চর্চায় আসেন তার ব্যক্তিগত জীবন নেই। বিশেষ করে যখন তৃতীয় স্বামী রোশন সিং-এর (Roshan Singh) সঙ্গে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা।

বিবাহ বিচ্ছেদের এই মামলায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় দন্ডবিধির ১২৫ নম্বর ধারা অনুযায়ী রোশন সিং-এর বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই এই খবর সামনে আসে। তবে গত মঙ্গলবার এই মামলায় আদালত যা রায় দিয়েছে তাতে নয়া মোড় এসেছে।

মঙ্গলবার আদালতের তরফ থেকে খোরপোষের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর ফলে আদালতের রায়ে রীতিমত মুখ পুড়েছে অভিনেত্রী শ্রাবন্তীর। আবার শ্রাবন্তির বিরুদ্ধে তার তৃতীয় স্বামী রোশন সিং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ নম্বর ধারায় পারজারি যে মামলা করা হয়েছিল তা চলবে বলে জানানো হয়েছে আদালতের তরফ থেকে।

এই বিষয়ে রোশন সিংয়ের আইনজীবী সর্বভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষের মামলায় আদালতের তরফ থেকে স্টে অর্ডার দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে খুশি রোশন সিং। তবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রী শ্রাবন্তীর থেকে।

শ্রাবন্তী তার তৃতীয় স্বামী রোশন সিং-এর থেকে বিপুল পরিমাণ অর্থ খোরপোষ হিসাবে দাবি করেছিলেন। সেই অংক জানলে যে কাউকেই চমকে যেতে হবে। রোশন সিং-এর আইনজীবী শ্যামল মন্ডলের থেকে জানা গিয়েছে, শ্রাবন্তী চ্যাটার্জী খোরপোষ বাবদ প্রতি মাসে সাত লক্ষ টাকা করে দাবি করেছিলেন।