দুর্নীতি ঠেকাতে নতুন ধাঁচে হবে রাজ্যের শিক্ষক নিয়োগ, আসছে পুরাতন নিয়মে বদল

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তবে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠতে লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি দীর্ঘ ৬ বছর পর নতুন করে শিক্ষক নিয়োগ হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে এই দুর্নীতি ঠেকাতে এবার পুরাতন নিয়মে বদল আনছে রাজ্য।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট ও সেটের ধাঁচে ওএমআর সিটে পরীক্ষা নেওয়া হতে পারে। এর পাশাপাশি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্যই এই সকল একাধিক পরিবর্তন আনছে এসএসসি।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নেট এবং রাজ্যের কলেজ সার্ভিস কমিশন সেটের ধাঁচে ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সবটাই ওএমআর সিটে নেওয়া হতে পারে। সেই সঙ্গে ইন্টারভিউ এবং কাউন্সিলের ক্ষেত্রেও পরিবর্তন আসতে চলেছে বলে জানানো হয়েছে।

২০১৬ সালে শেষবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ হয়েছিল রাজ্যে। তবে সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগের কাঁটা ছুঁড়ে ফেলতে পারেনি রাজ্য। এমনকি এই দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। এমনকি এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রীদের দিকে আঙুল তুলেছেন মামলাকারীরা।

তবে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেয়ে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে খুব তাড়াতাড়ি সহকারি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এই সকল শিক্ষক নিয়োগের জন্য কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কত শূন্যপদ ইত্যাদি সমস্ত কিছু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে।