সামনে এলো ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার তারকা প্রচারকদের তালিকা

নিজস্ব প্রতিবেদন : ভবানীপুরের উপ নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী তৃণমূল তাদের প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে। নাম ঘোষণা করার পাশাপাশি শুক্রবার গণেশ চতুর্থীর শুভক্ষণে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে গণেশ চতুর্থীর শুভক্ষণেই মমতার বিরুদ্ধে রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের প্রার্থী নাম প্রকাশ করেছে। বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগে মমতার বিরুদ্ধে লড়াইয়ে একাধিক হেভিওয়েটের নাম নিয়ে জল্পনা চললেও শেষমেষ রাজনীতিতে আনকোরা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণা করা হয়। তার এই নাম ঘোষণা করার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ।

মূলত একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার মামলা নিয়ে বুক চিতিয়ে প্রিয়াঙ্কার লড়াই, ভবানীপুরের ঘরের মেয়ে প্রিয়াঙ্কা, ভাষাগত দিক দিয়ে ঝরঝরে বাংলার পাশাপাশি হিন্দি ও অন্য ভাষায় অনর্গল কথা বার্তা বলার অভ্যেস ইত্যাদি তাকে প্রার্থী তালিকায় এগিয়ে রেখেছে। অন্যদিকে মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার হয়ে ভবানীপুরে তারকা প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপি।

ভবানীপুরে প্রিয়াঙ্কার হয়ে যে সকল তারকা প্রচারকদের নাম প্রকাশ করা হয়েছে সেই তালিকায় রয়েছেন মোট ২০ জন। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম উঠে এসেছে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম। যিনি কয়েকদিন আগে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন তার নাম এই তারকা প্রচারকের তালিকায় থাকায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

প্রিয়াঙ্কার হয়ে যে ২০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গুলী, দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়, ডঃ সুভাষ সরকার, জন বার্লা, শমীক ভট্টাচার্য, রূপা গাঙ্গুলী, অগ্নিমিত্রা পল, শান্তনু ঠাকুর, লকেট চ্যাটার্জি, শানোয়াজ হোসেন, স্মৃতি ইরানি, দীনেশ ত্রিবেদী, মনোজ তিওয়ারি এবং হরদীপ সিং পুরি।

তবে এই তালিকায় একুশের বিধানসভা নির্বাচনের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না থাকায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, “এটি যদি উপনির্বাচনে বিজেপির তারকা বক্তা তালিকা হয়- 1) মোদিজি, শাহজি, নাড্ডাজির মত ডেইলি প্যাসেঞ্জাররা কই? 2) কৈলাস বিজয়বর্গীয় কই? 3) বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন? তখনই বলেছিলাম নাটক। নাকি এখানে বিশেষ কোনো কারণ?”