পুজোর আগেই সুখবর দিল SBI, গৃহঋণে কমানো হল সুদের হার

নিজস্ব প্রতিবেদন : পুজোর আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। সুখবরটি হলো গৃহঋণের ক্ষেত্রে। গৃহঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ কমানোর পাশাপাশি একগুচ্ছ উপহার ঘোষণা করেছে তারা।

এযাবত ৭৫ লক্ষ টাকার বেশি গৃহঋণের ক্ষেত্রে গ্রাহকদের সুদ গুণতে হতো ৭.১৫ শতাংশ হারে। কিন্তু পুজোর আগে পুজো অফার হিসাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সুদের হারের ক্ষেত্রে অনেকটাই লাঘব করেছে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে অফার দিচ্ছে তাতে যে কোন অঙ্কের গৃহঋণের ক্ষেত্রেই গ্রাহকদের সুদ দিতে হবে ৬.৭ শতাংশ হারে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন এই ঘোষণা অনুযায়ী গ্রাহকরা গৃহঋণের ক্ষেত্রে ৪৫ বেসিস পয়েন্ট বাঁচাতে পারবেন। হিসেব কষলে দেখা যাবে কোন ব্যক্তি যদি ৩০ বছরের জন্য ৭৫ লক্ষ টাকা গৃহঋণ হিসাবে ঋণ নিয়ে থাকেন তাহলে তিনি সুদ বাবদ প্রায় ৮ লক্ষ টাকা বাঁচাতে পারবেন। এর পাশাপাশি এই অফার অনুযায়ী লোন নেওয়ার ক্ষেত্রে কোন প্রসেসিং ফি জমা দিতে হবে না।

অন্যদিকে এই সকল গৃহঋণের ক্ষেত্রে যে সকল ব্যক্তিরা বেতনভোগী নন তাদের বেতনভোগী ব্যক্তিদের তুলনায় বেশি সুদ দিতে হতো। কিন্তু ব্যাঙ্কের এই নতুন অফার অনুযায়ী এখন থেকে আর এই পার্থক্য থাকছে না। সবার ক্ষেত্রে সুদের হার হচ্ছে ৬.৭ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা অতি সহজেই গৃহঋণ পাওয়ার জন্য ব্যাঙ্কের মোবাইল অ্যাপ Yono থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের তরফ থেকে একাধিক সুবিধা দেওয়ার ঘোষণাও করা হয়েছে।