উচ্চমাধ্যমিক পরীক্ষার বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিলো করোনা ভাইরাসের কারণে। মঙ্গলবার বাকি থাকা সেই পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করলো রাজ্য শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, স্বাস্থ্যসুরক্ষার নির্দিষ্ট পদ্ধতি মেনে উচ্চমাধ্যমিকেরর বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জুন, ২ এবং ৬ জুলাই এই পরীক্ষাগুলি নেওয়া হবে। এই তিন দিন ফিজিক্স, কেমেস্ট্রি, ইকোনমিক্স এবং আরও কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

পার্থ চট্টোপাধ্যায় এই সময়সূচি জানানোর সাথে সাথে এও বলেন, যে সকল ছাত্র-ছাত্রীদেরই পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার নিয়ে আসতে হবে। তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনা করে আমরা বাকি পরীক্ষাগুলি নেওয়ার ব্যবস্থা করেছি। তবে প্রত্যেক পরীক্ষার্থীকেই মাস্ক পরতে হবে। সঙ্গে নিয়ে আসতে হবে স্যানিটাইজার। একই সঙ্গে পরীক্ষা নেওয়ার সময় কোনো কক্ষে কিভাবে পরীক্ষার্থীদের বসানো হবে সে বিষয়েও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।”

এর সাথে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলেন, “প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শারীরিক দূরত্ব মেনেই প্রত্যেকটি পরীক্ষা নেওয়া হবে। একই সাথে পরীক্ষা দেওয়ার সময় প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবে। তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবে পরীক্ষার্থী।”

ওই তিন দিনের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরবর্তী এক মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

পরীক্ষার রুটিন

২৯ জুন : ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২ জুলাই: কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ।

৬ জুলাই: স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

আমাদের টিমের তরফ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য র‌ইলো শুভকামনা।