২৪ ঘন্টাতেই সিদ্ধান্ত বদল, হচ্ছে না পড়ুয়াদের টিভিতে ক্লাস

নিজস্ব প্রতিবেদন : ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল করতে হলো রাজ্য শিক্ষা দফতরকে। গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, “করোনা ভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় চরম অসুবিধার সম্মুখীন পড়ুয়ারা। যে কারণে নবম থেকে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের দূরদর্শনের মাধ্যমে বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ১ ঘন্টার ভার্চুয়াল ক্লাস দেওয়া হবে। আর এই ভার্চুয়াল ক্লাস শুরু হবে আগামী ৭ই এপ্রিল থেকে, চলবে ১৩ তারিখ পর্যন্ত।” কিন্তু এমনটা হচ্ছে না। কেন হচ্ছে না?

সেবিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শিক্ষকরা যে সময় দিচ্ছেন, অভিভাবকরা যে সময় চাইছেন তার কোনোটাই মিলছে না। যে কারণে এই ভার্চুয়াল ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

৭ ই এপ্রিল থেকে শুরু হতে চলা দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস নিয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণার পর শনিবার তিনি পুনরায় ভিডিও বার্তায় জানান, “বিভিন্ন মহল থেকে আমরা খবরা-খবর নিয়ে যা জানতে পারছি ৭ই এপ্রিল থেকে দূরদর্শনে যে এক ঘন্টার ভার্চুয়াল ক্লাস নেওয়ার কথা ছিল তাতে লাভবান হচ্ছে না। অভিভাবকরা যে সময় চাইছেন, শিক্ষকরা যে সময় চাইছেন তার সঙ্গে কোনো সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যে পরিকল্পনা ছিল দূরদর্শনের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস দেওয়ার তা স্থগিত রাখলাম।”

তবে ভার্চুয়াল ক্লাস স্থগিতের ঘোষণা করা হলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, “রাজ্য সরকারের ‘বাংলার শিক্ষা’ পোর্টালে ই-মেল করে, হোয়াটসঅ্যাপে বা ফোন করে ভার্চুয়াল ক্লাসে প্রশ্ন করতে পারবে পড়ুয়ারা। ১৮০০১০৩৭০৩৩ নম্বরটি এডুকেশন হেল্পলাইন হিসাবে চালু থাকবে।”