মোবাইলে এই পদ্ধতিতে সহজেই ডাউনলোড করুন PAN CARD

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে যেমন ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ নথি হলো প্যান কার্ড। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়।

প্রয়োজনীয়তার এই দিক দিয়ে নজর রেখে প্রতিটি ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড করিয়ে রাখা আবশ্যিক। অনেক ক্ষেত্রে ভারতীয় নাগরিকরা প্যান কার্ড করিয়ে নেওয়ার পরও তা হাতে পেতে দেরী হয় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কোন জায়গায় সেই প্যান কার্ড রাখা হয়েছে যা কাজের সময় খুঁজে পাওয়া যায় না।

এই সকল সমস্যা দূর করার জন্য সহজেই যাতে প্যান কার্ড ডাউনলোড করা যায় তার ব্যবস্থা নিয়ে এসেছে আয়কর দপ্তর। সহজেই ব্যবস্থার মাধ্যমে ভারতীয় নাগরিকরা নিজেদের মোবাইলেই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। হারিয়ে যাওয়া প্যান কার্ড, জরুরী ক্ষেত্রে প্রয়োজন হওয়া ই-প্যান কার্ড ইত্যাদি ডাউনলোড হবে এই সহজ পদ্ধতিতে।

দেখে নিন সহজ পদ্ধতি : সহজে প্যান কার্ড ডাউনলোড করার জন্য নাগরিকদের যেতে হবে https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html ওয়েবসাইটে। সেখানে নিজেদের Acknowledgement Number নম্বর অথবা PAN নম্বর দিয়ে বাকি প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

প্যান কার্ড ডাউনলোড করার এই ওয়েবসাইটের পেজে আধার নম্বর সহ আরও বেশ কিছু তথ্য চাওয়া হবে। সেগুলি সব সঠিকভাবে পূরণ করার পর সাবমিট করে দিতে হবে। এই ভাবে ই-প্যান কার্ড ডাউনলোড করার জন্য নির্দিষ্ট একটি চার্জ দিতে হবে। তবে সেই চার্জ একেবারে ন্যূনতম।