পাথর বোঝাই ডাম্পারের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ

চন্দন কর্মকার : মঙ্গলবার সকাল আটটা নাগাদ সাঁইথিয়া থানার অন্তর্গত সাঁইথিয়া থেকে বোলপুর যাওয়ার রাস্তায় একটি পাথর বোঝাই ডাম্পারের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর, আহত আরও দুজন সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।

দূর্ঘটনাটি ঘটেছে কোরলা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম খোকন বাগ্দী। তিনি পেশায় রং মিস্ত্রি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সকালে সাঁইথিয়া থেকে একটি পাথর বোঝাই ডাম্পার বোলপুরের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ওই বাইকে করে দুজন আরোহী সাঁইথিয়া আসছিলেন। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইকের ও পাথর বোঝাই ডাম্পারের। ঘটনায় গুরুত্বর আহত হয় বাইকের পিছনে থাকা চালকের ভাই, মৃত্যু হয় চালকের। পাশাপাশি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাতাসপুর গ্রামের এক বাসিন্দা বাইকের আঘাতে ছিটকে পরে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। আহত সুভাষ দাস ও মাখন বাগদীকে নিয়ে যায় সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।