শিক্ষক দিবসে হিন্দি গানে নাচের তালে পড়ুয়ারা, ভিডিও ভাইরাল

হিমাদ্রি মন্ডল : শিক্ষক দিবসের দিন সিউড়ির একটি নামি দামী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের আধুনিক হিন্দি গানের সাথে চটুল নাচে নাচতে দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। স্কুলের ছাত্রীদের নাচের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নিজের একাউন্টে লাইভ করেছিল ওই স্কুলেরই এক ছাত্রী। তারপর ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে শহরজুড়ে, সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে।

নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘একি দিন এলো রে বাবা, শিক্ষক দিবসের দিনেও এরকম গান, নাচ’। অনেকেই আবার শিক্ষক দিবসের ‘দারুণ এনজয় বলে বাহবা দিয়েছেন’। তবে শিক্ষক দিবসের দিন স্কুলের মধ্যে হিন্দি গান বাজিয়ে এমন চটুল নাচের দৃশ্য সচরাচর বিরল বলেই প্রশ্ন তুলেছেন বিশিষ্ট শিক্ষাবিদরা।

যে বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে সেই স্কুলের নাম আমরা জানতে পেরেছি, যিনি ওই মুহূর্তকে সকলের সামনে লাইভ আকারে তুলে ধরেছেন তারই কমেন্টের মাধ্যমে। তিনি তার কোন এক বন্ধুকে জানিয়েছেন, ‘আর টি স্কুল’।

যদিও ওই ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য আমরা উল্লেখিত ওই স্কুলের প্রধান শিক্ষিকার মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও তাঁর সাথে কোন রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। যতবারই ফোন করা হয়েছে তাঁর ফোন সুইচ অফ পাওয়া গিয়েছে।