ট্যাবের বদলে ১০,০০০ টাকা পেতে অনলাইনে দিতে অ্যাকাউন্ট নম্বর, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসের ৩ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দ্বাদশ শ্রেণীর ৩ লক্ষ পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি জানান, পর্যাপ্ত পরিমাণে ট্যাব না মেলায় সরাসরি ১০,০০০ টাকা করে দেওয়া হবে। আর এই টাকা দেওয়া হবে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

মুখ্যমন্ত্রীর কথায়, পড়ুয়ারা সেই টাকা দিয়ে নিজেদের পছন্দমতো বড় স্মার্টফোন অথবা বাজার থেকে ট্যাব কিনে নিতে পারবেন। এই ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা দেওয়া হচ্ছে তা পড়ুয়াদের অনলাইন পড়াশোনায় সহযোগিতা করবে।

তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে সম্প্রতি বড় সমস্যা তৈরি হয়েছে। ট্যাবের বদলে ১০,০০০ টাকা পাওয়ার জন্য আগামী তিন দিন অর্থাৎ ২৮শে ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্কের যাবতীয় প্রয়োজনীয় তথ্য জমা করতে হবে অনলাইনে বাংলার শিক্ষা পোর্টালে। আর সরকারের তরফ থেকে এই সময়সীমা বেঁধে দেওয়ায় এই কাজ অসম্ভব বলে দাবি করছে রাজ্যের স্কুলগুলি।

প্রয়োজনীয় নথি

ট্যাবের বদলে ১০,০০০ টাকা রাজ্য সরকারের থেকে পাওয়ার জন্য দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দিতে হবে পড়ুয়ার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, কোন শাখার ব্রাঞ্চ। তবে সরকারি পোর্টালে আপলোড করার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের।

তবে রাজ্যের স্কুলগুলির দাবি, দ্বাদশ শ্রেণীর বহু পরিবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। পাশাপাশি তিন দিনের মধ্যে এই তথ্য আপলোড করার কাজ করতে অত্যন্ত বেগ পেতে হবে। কারণ হিসাবে তারা জানিয়েছেন সরকারি পোর্টালের গতি মন্থর। তাই তারা এই তথ্য আপলোড করার সময়সীমা বাড়ানোর দাবি করেছেন যাতে করে অনুদান পেতে কোন পড়ুয়ারা বঞ্চিত না হন।