আজ অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট, হাতে কবে মিলবে মার্কশিট জানালো পর্ষদ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর রাজ্যের ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই মাধ্যমিকের পরীক্ষা সম্পন্ন হয়। তবে লকডাউনের কারণে পরীক্ষার ফলাফল বের হওয়ার ক্ষেত্রে বিলম্ব দেখা দেয়। দীর্ঘদিন ধরে এই সকল পরীক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় ছিলেন। অবশেষে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আজ অর্থাৎ বুধবার প্রকাশিত হবে মাধ্যমিকের চলতি বছরের ফলাফল।

Advertisements

পর্ষদের তরফ থেকে জানানো হয় সকাল ১০ টায় ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং সকাল ১০:৩০ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সরাসরি পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে না পরিবর্তে অভিভাবকরা মার্কশিট নিয়ে যাবেন। কিন্তু কবে এই মার্কশিট পাওয়া যাবে তা নিয়ে মঙ্গলবার রাতে বিস্তারিত জানালো পর্ষদ।

Advertisements

Advertisements

মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ অনলাইনে জানা গেলেও সরাসরি হাতে মার্কশিট পেতে পড়ুয়াদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, করোনা সংক্রমণের আবহে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অত্যন্ত সাবধানী হয়ে মার্কশিট বিতরণ করতে চায়। যে কারণে কয়েকটা দিন বিলম্বিত করে আগামী ২২ শে জুলাই পড়ুয়াদের মার্কশিট হাতে দেওয়া হবে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আরও জানান, ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার চলছে। যে কারণে মার্কশিট বিতরণের ক্ষেত্রে ওই সকল স্কুলের বিকল্প জায়গা বেছে নিতে হবে। পাশাপাশি যে সকল জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার নেই সেগুলি কেউ জীবাণুমুক্ত করতে হবে। ফলে কিছুটা সময় লাগবে।

আগামী ২২শে জুলাই পড়ুয়াদের অভিভাবকদের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় আসতে হবে মার্কশিট সংগ্রহ করার জন্য। সেখানে উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে তারপর মার্কশিট সংগ্রহ করতে পারবেন পড়ুয়াদের অভিভাবকরা।

অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে যেসকল ওয়েবসাইটগুলিতে অথবা এসএমএসের মাধ্যমে যে পদ্ধতিতে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট

২০২০ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য ১৪টি ওয়েবসাইট বেছে নেওয়া হয়েছে। যেগুলি হলো www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, abpananda.abplive.in, www.indiaresults.com, www.anandabazar.com, www.telegraphindia.com, www.abpeducation.com, www.schools9.com, www.jagranjosh.com, www.vidyavision.com, www.results.shiksha, www.fastresult.in, www.news18bangla.com।

এছাড়াও এসএমএসের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানার জন্য পরীক্ষার্থীদের টেক্সট মেসেজ করতে হবে WBI0Roll Number। আর পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে।

Advertisements