উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন করবেন অমিত শাহ, মেনুতে ১০ রকমের বেশি পদ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগাম ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাঁসা কর্মসূচি নিয়ে পা রাখছেন কাকদ্বীপে। সেখানেই তিনি বিজেপির পরিবর্তন যাত্রা বা রথ যাত্রার সূচনা এবং সভা করবেন। সূচনার পর সেই রথ দীর্ঘ পথ অতিক্রম করে কলকাতার দিকে রওনা দেবে।

Advertisements

Advertisements

এর আগে কেন্দ্রীয় নেতা মন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলায় এসে বাউল শিল্পী, আদিবাসী পরিবার, কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন করতে দেখা গিয়েছে। আর এবার তিনি মধ্যাহ্নভোজন সারবেন উদ্বাস্তু পরিবারে। দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের নারায়ণপুরের সুব্রত বিশ্বাসের বাড়িতে হবে তার মধ্যাহ্নভোজন। আর এই মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে দিন কয়েক ধরেই চরম ব্যস্ততা শুরু হয়েছে বিশ্বাস পরিবারে। যাতে করে অতিথি আপ্যায়নে যেন কোন রকম ত্রুটি না থাকে।

Advertisements

সুব্রত বিশ্বাস বাবার হাত ধরে বাংলাদেশ থেকে দক্ষিণ ২৪ পরগণা কাকদ্বীপের নারায়ণপুরে আসেন। দিন আনা দিন খাওয়া সংসার তাদের। ছোট্ট একটা ঘরের মধ্যেই বসবাস। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি ঘর তৈরি হয়েছে।

সুব্রত বিশ্বাস মাছ বিক্রি করেন এবং তার স্ত্রী অর্চনা বিশ্বাস একটি গেস্টহাউসে রান্নার কাজ করেন। এই দম্পতির রয়েছে চার কন্যা সন্তান। যাদের মধ্যে তিনজনের বিয়ে দেওয়া হয়েছে, এখনো অবিবাহিত একজন। অবিবাহিত কন্যা বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

সুব্রত বিশ্বাস এবং তার স্ত্রী অর্চনা বিশ্বাস যখন প্রথমবার শোনেন তাদের বাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাহ্নভোজন করবেন তখন তারা হতচকিত হয়ে পড়েন। তারা ভেবে উঠতে পারেননি কি দিয়ে অতিথি আপ্যায়ন করেননি। যদিও বিজেপি নেতৃত্বের তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়, বাড়িতে যা রয়েছে তাই দিয়ে নিরামিষ ভোজনের আয়োজন করতে।

কী কী থাকছে শাহের মধ্যাহ্ন ভোজনের মেনুতে

[aaroporuntag]
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যাহ্নভোজনের মেনুতে থাকছে ১০ রকমের বেশি পদ, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। সম্পূর্ণ নিরামিষ খাবারের এই মেনুতে থাকছে ভাত, রুটি, ডাল, বেগুন ভাজা, দুই রকমের সবজি, পাঁপড়, চাটনি, দই এবং মিষ্টি। একেবারে সাধারণ বাড়ির ব্যবহারের জিনিসপত্র দিয়েই এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্বাস পরিবার এবং বিজেপির তরফ থেকে।

Advertisements