‘কেউ আটকাতে পারবে না, লক্ষাধিক ভোটে জিতবে মমতা’, তারাপীঠে সুব্রত মুখার্জী

নিজস্ব প্রতিবেদন : ‘পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এবার লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন মমতা ব্যানার্জি’। শনিবার তারাপীঠে পুজো দিতে এসে এমনই দৃঢ় মন্তব্য করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জিকে।

ভবানীপুরে আগামী ৩০ সেপ্টেম্বর রয়েছে উপনির্বাচন। এই উপ নির্বাচনের আগে শনিবার তারাপীঠে ঝটিকা সফরে আসেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। আর তারাপীঠে এসে তারা মায়ের পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তারা মায়ের কাছে কি চাইলেন এবং আসন্ন উপ নির্বাচনে ফলাফল কি হবে?

এই প্রশ্নের উত্তরে সুব্রত মুখার্জি প্রথমেই জানান, “মায়ের কাছে বাংলার উন্নতি, ভারতবর্ষের মঙ্গল ভারতবাসীদের মঙ্গল কামনা করলাম। অন্যদিকে যে দুর্গতির মধ্য দিয়ে যাচ্ছে সেই দুর্গতি থেকে যেন সকলের মুক্তি পান মায়ের আশীর্বাদে এটাই প্রার্থনা করলাম।”

উপ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “মমতা ব্যানার্জি মার আশীর্বাদে এবার কমকরে লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আটকায়। মমতা ব্যানার্জি হলেন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে মমতা ব্যানার্জির বিকল্প আর কেউ নেই।”

এর সঙ্গে সঙ্গেই তিনি এদিন সিবিআই, ইডি ইত্যাদি প্রসঙ্গে বিজেপি এবং কেন্দ্র সরকারকে এক হাতে নিয়ে বলেন, “ওরা সিবিআই অমুক-তমুক এদেরকে ব্যবহার করছে। এটা চলবে আমরা জানি।”

অন্যদিকে এদিন তারাপীঠে পুজো দেওয়ার পর রাজ্যের মন্ত্রী রামপুরহাটের নিশ্চিন্তপুর সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন। যেখানে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন সম্পর্কিত নানান আলোচনা হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের মেন্টর বিধায়ক অভিজিৎ সিংহ, রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্যরা।