বড় খবর, সংসদের ক্যান্টিং থেকে উঠে যাচ্ছে সাংসদদের খাবারে ভর্তুকি

নিজস্ব প্রতিবেদন : অবশেষে সংসদের ক্যান্টিন থেকে উঠতে চলেছে খাবারে সমস্ত রকমের ভর্তুকি। স্পিকারের সাথে আলোচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার থেকে সংসদের ক্যান্টিনে বাজার দরেই খাবার কিনবেন সাংসদরা। সংসদের ক্যান্টিন থেকে সাংসদদের ভর্তুকি দিয়ে এযাবত সরকারের খরচ হত ১৭ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো সরকারের কোষাগার থেকে।

ভারতবর্ষের সাংসদরা স্বাধীনতার পর থেকেই সংসদের জনপ্রতিনিধি হিসেবে যাওয়ার পর সংসদের ক্যান্টিন থেকে শুরু করে অন্যান্য নানান সুবিধা পেয়ে থাকেন। এত সকল সুবিধা সত্ত্বেও সংসদের ক্যান্টিনে খাবারের ভর্তুকি নিয়ে দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় নানান অভিযোগ তুলতে থাকেন সাধারণ জনগণ। শুধু অভিযোগ নয় রীতিমতো আন্দোলন গড়ে তোলেন তারা।প্রশ্ন উঠতে থাকে মূল্যবৃদ্ধির ফলে যখন সাধারন মানুষের নাভিশ্বাস অবস্থা তখন কেন সাংসদরা এইভাবে ভর্তুকি পাবেন? আর তারপর বুধবার বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির সাথে বৈঠকে বসেন স্পিকার। আর সেই বৈঠক শেষেই সংসদের ক্যান্টিন থেকে সাংসদদের খাবারে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তর আলোচনার পর সংসদের স্পিকার ওম বিড়লা জানান, “সব সাংসদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আজ থেকে সংসদের ক্যান্টিন থেকে খাবারে ভর্তুকি বন্ধ করার।”

উল্লেখ্য, আরটিআরয়ের মাধ্যমে জানা যায় সংসদের ক্যান্টিন থেকে সাংসদরা মটন কারি পায় মাত্র ৪৫ টাকায়, চিকেন কারি ৫০ টাকায় আর চিকেন বিরিয়ানি মিলে মাত্র ৬৫ টাকায়। যা ভারতের যে দাম বাজারের তুলনায় অনেক কম।