সৌমিত্রকে নিয়ে কুকথা সুজাতার, শুনলে লজ্জা পাবেন আপনিও, বিশ্বাস হবে না

বিবাহ-বিচ্ছেদ হতে চলেছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর সাথে তাঁর স্ত্রী সুজাতা মন্ডল-এর। গত বছর থেকেই শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবনের ভাঙ্গন। রাজনীতির কারণে একে অপরের থেকে সরতে চাইছেন এই দম্পতি। তবে প্রথম দিকে একবার সৌমিত্র নিজে ডিভোর্স চাইলেও অস্বীকার করেছিলেন সুজাতা।

তবে বর্তমানে শোনা যাচ্ছে দুজনেই মত দিয়েছেন একে অপরের থেকে দূরে সরে যাওয়ার। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রথমে একবার বিবাহ-বিচ্ছেদের মামলা করেছিলেন। কিন্তু সেই মামলায় সায় দেয়নি সুজাতা। কারণ তিনি তার স্বামীকে ভালবাসতেন। এর ফলে সেই মামলা প্রত্যাহার করতে হয়েছিল সৌমিত্রকে।

তবে এবারে দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হতে চলেছে সৌমিত্র-সুজাতার। তবে তাদের এই আলাদা হয়ে যাওয়ার কারণ হলো রাজনীতি। গত বছর ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দেন সুজাতা। আর তারপর থেকেই তাদের সংসারে ভাঙ্গন দেখা দেয়। এই ডিভোর্স মামলায় বিজেপি সাংসদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী সোমনাথ রায় চৌধুরী।

তাদের এই দ্বিতীয়বার ডিভোর্সের মামলা নিয়ে বিজেপি সাংসদের আইনজীবী সোমনাথ রায়চৌধুরী বলেছেন, “শনিবারই বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন সৌমিত্র। এদিন কলকাতা থেকে সুজাতাদেবীর আইনজীবী এসে একই আবেদন জানালেন।” তবে দুজনের সম্মতিতেই এই মামলা রুজু হবে বলে জানা যাচ্ছে। তবে এবারে বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে চোখের জল ফেলতে দেখা যায় সৌমিত্রকে।

আবার অন্যদিকে, সৌমিত্রকে ‘চরিত্রহীন’, বলে অভিহিত করেন তার স্ত্রী সুজাতা। তিনি বলেন, “ওই লোকটা চরিত্রহীন। ওর সঙ্গে থাকতে চাই না।” ফলস্বরূপ, রাজনীতির প্রভাব তাদের দুজনের ওপর পড়ায় গত মঙ্গলবার সুজাতা বিবাহ-বিচ্ছেদের মামলা করেন। এছাড়া তার আগে গত শনিবারে মামলা করেন সৌমিত্র। তবে এবারে বিবাহ-বিচ্ছেদের মত আছে দুজনেরই।